মুন্সীগঞ্জের গজারিয়ার মেয়ে ফাতিহা মাহতাব মাইশা সাইফ পাওয়ারটেক ৩৬তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় ১০০ মিটার ব্যাক স্ট্রোকে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করেছেন। ফাতিহা মাহতাব মাইশা গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের সঙ্গীত শিক্ষক ও বাংলাদেশ বেতার ও টেলিভিশন কণ্ঠ শিল্পী মুহম্মদ মাহতাব উদ্দিন মাসুমের মেয়ে। শনিবার সকালে ঢাকার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত সাইফ পাওয়ারটেক ৩৬তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায়. পূর্বের রেকর্ড ভেঙে ১.২০:০৬ গজারিয়া জাতীয় রেকর্ড সেকেন্ড নুতুন সৃষ্টি করেন। এতে গত ২০১০ সালে বাংলাদেশ আনসার থেকে মোসাঃ নাজমা খাতুনের ১.২০.৭৭ সেকেন্ডের রেকর্ড ভেঙ্গে ফেলেন। পরে নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুলের হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন মাইসা। জাতীয় রেকর্ড গড়ায় গজারিয়া উপজেলার ফাতিহা মাহতাব মাইশা কে অভিনন্দন উত্তর উত্তর সাফল্য কামনা করেন উপজেলার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।মাইশার কৃতিত্ব অর্জনে গজারিয়া উপজেলার সম্মান আলোকিত করায় বাবা সংগীতশিল্পী মাহতাব উদ্দিন মাসুম দেশবাসীর কাছে দোয়া চান।