গত ২৬ মে, সামগ্রিক ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে,গলাচিপা উপজেলার ১শত অধিক ক্ষতিগ্রস্ত,পরিবারদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম, প্রধান অতিথি হিসেবে ত্রান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থেকে পরবর্তী পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী, প্রশাসন ও জন প্রতিনিধিরা সব সময় দেশের মানুষের দুর্যোগ কালীন সময়ে পাশে ছিল এবং থাকবে। তাই সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদের গৃহহীন মানুষের দুঃখ ও দুর্দশায় পাশে দাঁড়ানোর আহ্বান জানান। গতকাল রবিবার ২ জুন ২০২৪ তারিখ গলাচিপা উপজেলা পরিষদ হল রুমে, শত শত মানুষ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে এবং ফাউন্ডেশন ফর সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট ইনেসিয়েটিভ (ঋঝউও) এর আয়োজনে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন, নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু,পৌর মেয়র আহসানুল হক তুহিন, কৃষি অফিসার আরজু আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সজল দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস ও প্রেস ক্লাব সভাপতি ম. খালিদ হোসেন মিল্টন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন। পরে ত্রান সহায়ত বিতরণ শেষে সংশ্লিষ্ট ফাউন্ডেশনের প্রতিনিধিদের অসংখ্য ধন্যবাদ জানান।