সাহিত্যের আড্ডায় কবি,গীতিকার ড. মাহফুজুর রহমান আখন্দ
কবি,গীতিকার ড. মাহফুজুর রহমান আখন্দ বলেছেন, সাহিত্যের আড্ডাগুলো বুদ্ধিবৃত্তিক হলে হৃদয়-দুয়ারে নতুন নতুন স্বপ্নফুলের জন্ম হয়। সেই আড্ডার সকল সদস্য যদি হয় সমকালীন সাহিত্যের দক্ষ মাঝি তাহলে তো সুবাসিত সোনাফুল ফোটে। গতকাল শুক্রবার ঢাকা বাংলা মোটরে কবিতা বাংলাদেশের সাহিত্য আড্ডায় তিনি এ কথা বলেছেন।
প্রায় সোয়া তিন ঘন্টার এই আড্ডায় উঠে এসেছে সাহিত্যের সীমা-পরিসীমা, সমকাল এবং জীবনস্বপ্নের এপিঠ-ওপিঠ। কবি মুহাম্মদ আবদুল বাতেন, কবি হারুন ইবনে শাহাদাত, কবি আলতাফ হোসাইন রানা, কবি শাহীন হাসনাত, কবি ফরিদ সাইদ, কবি মুহম্মদ ইসমাইল, কবি তাজ ইসলাম, কবি আলম শামস, কবি আবুল খায়ের আবুল খায়ের নাঈমুদ্দীন গঠনমূলক আড্ডায় অংশ নিয়েছেন।