দুর্নীতি প্রতিরোধ কমিটি-ঢাকা উত্তরা অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ।
৮টি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা বিতার্কিক দলের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতার আয়োজক ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১। গত ০৮ জুন, বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ বিতার্কিক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাইলস্টোন কলেজ বিতার্কিক দল। সেরা বক্তা নির্বাচিত হন মাইলস্টোন কলেজের শিশির আক্তার মিম। দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অনন্য অর্জনের জন্য চ্যাম্পিয়ন মাইলস্টোন কলেজ বিতার্কিক দল এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম এবং মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর শাফায়েত উদ্দিন। এ সম্পর্কে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, এ ধরনের অর্জন মাইলস্টোন কলেজের জন্য গর্বের। তিনি মনে করেন, ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী যে কোন আয়োজন মানুষের মাঝে যেমন সচেতনতা তৈরি করে তেমনি ছাত্রছাত্রীদের মাঝে সততা চর্চার বিষয়টি আরও জোরালো হয়।