বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন

সেনবাগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

মোঃ হারুন সেনবাগ
  • আপডেট সময় সোমবার, ১০ জুন, ২০২৪

নোয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশন ও সেনবাগ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক স্কুল পর্যায়ে ছাত্র ছাত্রীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৮ টি মাধ্যমিক স্কুলর ৮টি স্কুলের তুখোড় শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তুমুল প্রতিযোগিতায় বিজবাগ নব কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন ট্রপি জিতে নেয়। রানারআপ ট্রপি জিতেন সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজবাগ নব কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ফাতেমাতুর জান্নাত। সেনবাগ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন,নোয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জাহিদ আলম, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসা মোহাম্মদ গোলাম মোস্তফা , উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াজি উল্ল্যাহ, সেনবাগ উপজেলা আইসিটি অফিসার মোঃ ফারুক হেসেন, সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নুরুল হুদা শাহজাহান। বিচারকমন্ডলীর দায়িত্বে নিয়োজিত ছিলেন সুলতানা মাহমুদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অজয় কুমার ও কানকিরহাট কলেজের প্রভাষক আবু নাঈম খান। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলতে দেন অতিথি বৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com