বাংলাদেশ চারুশিল্পী পরিষদ -এর পরিচালনা পরিষদ সদস্য , মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজের হেড অবদা ডিপাটমেন্ট খোন্দকার মাফুজ আলম দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে মহান রবের ডাকে সারা দিয়ে তাঁর সান্নির্ধে চলে গেছেন।
তিনি দ্বিতীয় বার ষ্টোক করে ব্রেইনে অতিরিক্ত রক্তক্ষরনে নিউরোলজী হাসপাতালে গতকাল বিকাল ৫টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, অপ্রাপ্ত বয়সষ্ক ৪ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। গত বৃহস্পতিবার ৬ জুন রাত দশটায় প্রথম জানাযা তার কর্মস্থল গুলশান কলেজ মাঠে, ২য় জানাযা গ্রামের বাড়ী যশোরে অনুষ্ঠিত হয়ে পারিবারিক গোরস্থানে কবরস্থ করা হয়। শিল্পী মাহফুজের মৃত্যু সংবাদ পেয়ে তার সহকর্মী , গার্ডিয়ান, ছাত্র-ছাত্রীরা মানারাতে চলে আসেন প্রিয় স্যার কে শেষ বিদায় জানাতে। প্রথম জানাযার ইমামতি করেন , মাওলানা লুৎফর রহমান কাশেমী। স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হাবিবুর রহমান আকন্দ,কর্ডিনেটর হামিদ খান,চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মন্ডল,উসমান জামান,আব্দুল গফুর, শাহাদাত হোসেন,বুরহান উদ্দিন, কবিরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক বৃন্দ। তার মৃত্যুতে বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মন্ডল ও সেক্রেটারী শাহ আব্দুর রহিম শোক এবং দু:খ প্রকাশ, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন,সদা মৃদু হাসির দায়িত্ববান,আমল আখলাকের ভাল মানুষটির ভুল-ক্রটি ক্ষমা করে মহান আল্লহ যেন জান্নাতের সর্ব্বোচ্চ মাকাম দান করেন। প্রেস বিজ্ঞপ্তি