রবিবার, ৩০ জুন ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন

সাংবাদিকের মামলা নিচ্ছে না পুলিশ! প্রেসক্লাবে মানববন্ধন

হুমায়ুন কবির মুন্সীগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০২৪

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ করছে না পুলিশ। হামলার শিকার সাংবাদিক আমিনুল ইসলামের অভিযোগ, লিখিত অভিযোগ করলেও তা মামলা হিসেবে গ্রহণ করা হচ্ছে না। ফলে আসামি এখনও গ্রেফতার হয়নি। এবিষয়ে শ্রীনগর উপজেলার সাংবদিকরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেণ। সাংবাদিকের অভিযোগ, হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কয়েকবার অভিযোগ নিয়ে গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তা আমলে নেননি। সাংবাদিক আমিনুল বলেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু’র হাতে মার খেয়েছি এবং আহত হয়েছি, এটা সাংবাদিকের জন্য লজ্জার।’ মামলা চারদিন ধরে না নেওয়ার অভিযোগের বিষয়ে ওসি আব্দুল্লাহ আল-তায়েবীর, দৈনিক সংবাদ সারাবেলা কে বলেন, অভিযোগে কিছু ভুল আছে। আপনি সন্ধ্যায় আসেন,অভিযোগ নেয়া হবে। আর মামলা না হওয়ায় কাউকে আটক বা গ্রেফতারও করা হয়নি।’ তবে ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, এ ঘটনায় ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে প্রধান আসামি করে একাদিক জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হলেও রহস্যজনকভাবে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হচ্ছে না। গত ১৮ জুন মঙ্গলবার মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার সিংপাড়া এলাকায় বাজার করতে গেলে, ইউনিয়নের আঃ লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত সাংবাদিককে পিটিয়ে ও ইট-পাটকেল মেরে আহত করে। ২২ জুন শনিবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে উপজেলার সাংবাদিকরা মানববন্ধনে অংশগ্রহণ করে। সাংবাদিকরা বলেন, এই ভাবে সাংবাদিকরা আহত হলেও থানা পুলিশ কোন কাজে আসেনা। আমরা এর প্রতিকার চাই, তা না হলে, সারাদেশে আমরা মানববন্ধন চালিয়ে যাবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com