শুক্রবার, ২৮ জুন ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
মোরেলগঞ্জে ঘূর্ণিঝড রিমালে৫শ কোটি টাকার ক্ষতি. সুপেয় পানির তীব্র সংকট ধনবাড়ীতে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুশুদ্দি ইউনিয়ন চ্যাম্পিয়ন কলমাকান্দার সীমান্তে ৩০৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ, যার আনুমানিক মূল্য দুই কোটি বিশ লাখ ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঝিনাইগাতী সদর ইউপি বিজয়ী পাঁচবিবিতে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাপাহারে আমের ওজন নিয়ে রশি টানাটানি চরম ভোগান্তিতে আমচাষিরা ভালুকায় বাস উল্টে হেল্পার নিহত, আহত ১০ চিলাহাটিতে ওয়েলফেয়ার এ্যাডভেসমেন্ট ইন বাংলাদেশ (সওয়াব) এর সহযোগিতায় কোরবানির মাংস বিতরন গুরুদাসপুরে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ দুর্গাপুরে ফসল রক্ষায় কৃষকদের মানববন্ধন

সোহাগদলে বিএনপি নেতার টিন বিতরণ

নিয়াজ মোর্শেদ (স্বরূপকাঠি) পিরোজপুর
  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০২৪

রাজনৈতিক পরিবারের মধ্যে থেকেও অনেকে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার দুঃসাহস পায়না। আবার কেহ কেহ রাজনৈতিক ক্ষমতা থাকা সত্বেও ভালো এবং জনপ্রিয় নেতা হওয়ার জাদুর ছোঁয়া পায়না। অথচ আড়ালে আবডালে নয় বরং প্রকাশ্যে বিরোধী আন্দোলন সহ ক্ষমতার বাহিরে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপি। কিন্তু নিজস্ব মেধার বদৌলতে পিরোজপুর-২ আসনের রাজনীতির মাঠে বিএনপির নেতা হিসেবে নিজেকে জাত জেনাতে সক্ষম হয়েছে দারুণ ভাবে। একটা চমৎকার রতœও বলা যায় নিঃসন্দেহে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের আস্থার প্রতিকও বলা যায়। সুশিক্ষিত এবং মার্জিত স্বভাবের কারণে স্বরূপকাঠি-কাউখালি ও ভান্ডারিয়া উপজেলায় দারুণ প্রশংসিত হয়েছে আগামী দিনগুলোর জন্য। যদিও ভান্ডারিয়া উপজেলায় কৃত্তি সন্তান মোঃ মাহমুদ হোসেন। আর সেই কারণে জেলার রাজনীতির মাঠে একটা আলাদা মাধুর্যতা বহন করে জনপ্রিয় নেতা মোঃ মাহমুদ হোসেনের ক্ষেত্রে। এব্যাপারে জেলার বহু শীর্ষ নেতৃবৃন্দ গণ মাধ্যম কর্মীদের বলেন, চলতি সময়ে পিরোজপুর জেলা বিএনপির নেতা মোঃ মাহমুদ হোসেন নিঃসন্দেহে সকলের সুনজরে। আর সেই কারণে রাজনৈতিক দুরদর্শিতা দিয়ে প্রশংসিত হচ্ছে সর্বমহলের কাছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মামলা সংক্রান্ত বেশীরভাগ কর্মীরা দারুণ ভাবে উপকৃত হয়েছে। দলের কঠিন দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়েও প্রশংসা পাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বহুল আলোচিত রিমালের প্রভাবে জলোচ্ছ্বাস ও বন্যায় ক্ষতির পরিমাণ অপরিসীম। আর সেই সূত্র ধরেই পিরোজপুর জেলা বিএনপির নেতা মোঃ মাহমুদ হোসেন স্বরূপকাঠি উপজেলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অকাতরে। ইতিমধ্যে একটা রোল মডেল বলা যায় নিঃসন্দেহে। গত শুক্রবার নেছারাবাদ উপজেলার ২নং সোহাগদলে ক্ষতিগ্রস্ত হওয়া ঘরের চালের টিম বিতরণ করা হয়। পিরোজপুর-২ আসনের মানবিক নেতা মোঃ মাহমুদ হোসেনের নিজস্ব অর্থায়নে ২নং সোহাগদলের কৃত্তি সন্তান মুহাম্মাদ ইমাম উদ্দিন তালুকদারের সার্বিক সহযোগিতায় ভয়ানক রিমালের জলোচ্ছ্বাস ও বন্যায় ভেঙে যাওয়া কয়েকটি পরিবারের জন্য টিন বিতরণ করেছেন। এসময়ে হতদরিদ্র পরিবারের সদস্যরা টিন পেয়ে আবেগ আপ্লূত হয়ে পড়ে। সমগ্র উপজেলার মধ্যে আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছে জনপ্রিয় নেতা মোঃ মাহমুদ হোসেন।এব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুহাম্মাদ ইমাম উদ্দিন তালুকদারের সাথে কথা হয় গণ মাধ্যম কর্মীদের। তিনি বলেন পিরোজপুর-২ আসনের বিএনপির নেতা মাহমুদ হোসেন নিঃসন্দেহে দলের প্রয়োজনে নিবেদিত প্রাণ। রিমালের প্রভাবে জলোচ্ছ্বাস ও প্রবল বন্যায় ক্ষতি সাধন হয়েছে সাধারণ মানুষের। আর সেই কারণে স্বরূপকাঠি উপজেলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মোঃ মাহমুদ হোসেন। সর্বশেষ টিন বিতরণও একটা চমৎকার সাহসী পদক্ষেপ। সর্বশেষ মুঠো ফোনে কথা হয় পিরোজপুর-২ আসনের বিএনপির নেতা মোঃ মাহমুদ হোসেনের সাথে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আলহামদুলিল্লাহ। আমি দলের নির্দেশনা অনুযায়ী একজন খাদেম হিসেবে নিজেকে তুলে করতে সক্ষম হই। রিমালের প্রভাবে জলোচ্ছ্বাস ও প্রবল বন্যায় ক্ষতি সাধন হয় বৃহত্তর বরিশাল বিভাগের পাশাপাশি অন্য জেলাগুলোতেও। আমি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী হত দরিদ্র পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই। প্রথমে আমরা খাবার সামগ্রী বিতরণ করি। সর্বশেষ টিন বিতরণ করা হয়েছে।স্বরূপকাঠি উপজেলা বি এনপির যুগ্ম আহবায়ক মুহাম্মাদ ইমাম উদ্দিন তালুকদার সহ আর বহু শীর্ষ নেতৃবৃন্দের বদৌলতে খাদ্য সামগ্রী বিতরণ ও টিন বিতরণের কার্যক্রম সম্পন্ন করেন। আলহামদুলিল্লাহ। দলের প্রয়োজনে আমি সব সময় নিবেদিত প্রাণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com