শনিবার, ২৯ জুন ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

কালীগঞ্জে আ‘লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী অর্থাৎ ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষ্যে গতকাল কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। কালীগঞ্জ উপজেলা আলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচএম আবুবকর চৌধুরীর সঞ্চালনায় গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপির নেতৃত্বে একটি বিশাল র‌্যালি কালীগঞ্জের শহীদ ময়েজউদ্দিন সড়ক পদক্ষীন করেন। তবে স্থানীয় আলীগ কর্তৃক ক্ষুদ্র পরিসর আয়োজিত আলোচনা সভা ও র‌্যালীটি মহাসমাবেশে রুপ নেয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com