রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় হাতের টানে ঊঠে যাচ্ছে রাস্তার পিচ

মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার সদর মহিপুর ইউনিয়নের সড়কের নির্মান কাজ শেষ হওয়ার ১০ দিন পরই হাতের টানে উঠে যাচ্ছে সড়কের পিচ। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন দুরাবস্থা হয়েছে মহিপুর সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত ৩.৩ কিলোমিটার সড়কের। এলজিইডি অফিস সূত্রে জানাযায়, ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ের এ সড়কের নির্মান কাজ করে শহীদুল এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এলাকাবাসী মোঃ সিদ্দিক মোল্লা বলেন, উপজেলা এলজিইডি অফিসের উদাসীনতা ও ঠিকাদারের গাফেলতির কারনে সড়কের এমন বেহাল দশা হয়েছে। ক্ষোভে ফুসে উঠেছে এলাকাবাসী। কলাপাড়া উপজেলা এলজি ইডি প্রকৌশলী মো: সাদেকুর রহমান সাদিক, এবিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার বলেন, কারন দর্শানোর সুপারিশের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নতুন করে নির্মানের নির্দেশনা দেয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com