শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন। এছাড়া গুরুতর আহত হয়েছে আরো একজন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজার সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে লক্ষীগঞ্জ বাজার থেকে ব্যাটারি চালিত একটি ইজিবাইক ঈশ্বরগঞ্জের দিকে আসার সময় কিশোরগঞ্জ থেকে ময়মনসিংগামী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ইজিবাইকটি সড়কের নিচে পড়ে যায়। এসময় ইজিবাইকে থাকা চালক ও একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া আরো দুইজন যাত্রী গুরুতর আহত হলে তাদের কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। এনিয়ে দূর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাড়ায় তিনজনে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের হেলপারকে আটক করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। তবে ট্রাকের চালক পালিয়ে যায়। ঘটনায় নিহতরা হলেন, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নে চরশিহারি গ্রামের আব্দুল কদ্দুস তালুকদারের ছেলে ইজিবাইক চালক তসলিম মিয়া(২৮), উপজেলার জাটিয়া চরপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে আরিফুল ইসলাম রাকিব(২০), উপজেলার নশতি গ্রামের আব্দুল খালেকের স্ত্রী জাহানারা বেগম(৩৫)। নিহত রাকিব পিতাম্বর পাড়া হোসাইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার বিএম শাখার ছাত্র। সে পরিক্ষা দেওয়ার জন্য ঈশ্বরগঞ্জ যাচ্ছিলেন। এঘটনায় গুরুতর একজন হলেন, উপজেলা কাহেদগ্রামের আব্দুল হেকিমের ছেলে এমদাদুল হক(৪০) তার অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় ট্রাক ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল করা হচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com