“গাছ লাগান পরিবেশ বাঁচান” শ্লোগানকে সামনে রেখে গ্রামীণ ব্যাংক যশোর জোনের আয়োজনে ২ লাখ ফলদ ও বনজ গাছের চারা বিতরণ উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ ব্যাংক মণিরামপুর শাখা ব্যবস্থাপক কবির হোসেনের সভাপতিত্বে ১০ জুলাই সকালে ব্যাংকের হলরুমে প্রধান অতিথি হিসাবে ২ লাখ ফলদ ও বনজ গাছের চারা বিতরণ উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক যশোর যোনাল ম্যানেজার ইফতেখারুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংকের এ্যারিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এসময় গ্রামীণ ব্যাংক মণিরামপুর শাখার কেন্দ্র প্রধানদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অপরদিকে গ্রামীণ ব্যাংক কেশবপুর শাখা ব্যবস্থাপক আব্দুল খালেক হাওলাদারের সভাপতিত্বে ৯ জুলাই সকালে ব্যাংকের হলরুমে প্রধান অতিথি হিসাবে ২০ হাজার ফলদ ও বনজ গাছের চারা বিতরণ উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংকের এ্যারিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। এসময় গ্রামীণ ব্যাংক কেশবপুর শাখার কেন্দ্র প্রধানদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়।