রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বরিশাল যুবদলের আনন্দ মিছিল

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪

বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় বরিশালে বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টিতে ভিজে আনন্দ মিছিল করেছে বরিশাল নগর যুবদলের দীর্ঘদিনের পদবঞ্চিত নেতাকর্মীরা। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পদবঞ্চিত যুবদল নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্নার নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়। এসময় মিছিল থেকে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় যুবদলের ছয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে শ্লোগান দেন যুবদল নেতাকর্মীরা। নগরীর হাসপাতাল রোড থেকে বের হওয়া আনন্দ মিছিলটি জেলাখানার মোড় হয়ে সদর রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্বরে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন পদবঞ্চিত যুবদল নেতা আরিফুর রহমান মুন্না। এসময় তিনি কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মোনায়েব মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে বরিশাল মহানগর যুবদলকে আরো শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান। আনন্দ মিছিলে অন্যান্যদের মধ্যে যুবদল নেতা সোহেল সরদার, ফরহাদ হোসেন পারভেজ, শফিউল হাসান জনী, ফখরুল ইসলাম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, বরিশালে বিএনপির রাজনীতিতে পরিচিত মুখ আরিফুর রহমান মুন্না। তৃণমূল পর্যায়ে জনপ্রিয় সাবেক এই ছাত্রনেতা ইতিপূর্বে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। মেধাবী এবং পরিশ্রমি আরিফুর রহমান মুন্না ইতিপূর্বে মহানগর যুবদলের পদপ্রত্যাশী ছিলেন। কিন্ত স্থানীয় রাজনীতির সমিকরণে পদবঞ্চিত হন তিনি। এদিকে, ‘পদবঞ্চিত যুবদল নেতাকর্মী ছাড়াও শুক্রবার সকালে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করে বরিশাল উত্তর জেলা যুবদলের একটি অংশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com