বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

শাহাপুর মুনষ্টার ক্লাবের নির্বাচন: সায়েম সভাপতি ও কাজী ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত

মোঃ ছালাহ্ উদ্দিন (সোনাগাজী) ফেনী
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত সোনাগাজীর ক্রীড়া, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শাহাপুর মুনষ্টার ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ এর ২০২৪-২৬ বর্ষের জন্য ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ জুলাই ২০২৪ ইং সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট প্রবাসী মোঃ আবদুর রব, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল হাশেম ও শাহাপুর আবু হুরায়রা মাদ্রাসা কমিটির সদস্য হাজী মোশাররফ হোসেনের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের পরিচালনায় স্বচ্ছ ব্যালট বাক্সে সরাসরি ব্যালটে ভোট প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে উপস্থিত সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যের সরাসরি ভোটে সভাপতি পদপ্রার্থী আলমগীর হোসেন, নুরুল হুদা সায়েম ও মোহাম্মদ কাশেমের মধ্যে নুরুল হুদা সায়েম সর্বাধিক ভোট পেয়ে সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী ফারুক, আবুল কালাম আজাদ ও আবদুল আজিজ জিসানের মধ্যে কাজী ফারুক সর্বাধিক ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৯৯৭ সালে সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুরে প্রতিষ্ঠিত শাহাপুর মুনষ্টার ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ একটি ক্রীড়া, সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে অত্র অঞ্চলে গরীব মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ, গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, গরীব মানুষ মারা গেলে বিনা পয়সায় কাফনের কাপড় প্রদান, সরকারি বিভিন্ন দিবস উদযাপন, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাবার বিতরণ, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা, গ্রামের ঈদগাহ ডেকোরেশান, বৃক্ষরোপন কর্মসূচী, জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের জন্য ঘর নির্মাণ করে দেয়া, দূর্ঘটনায় আহত বা অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা পরিচালনা, রক্ত দান, নামাজ ও কোরআন শিক্ষা আসর পরিচালনা, ইহতেকাফকারীদের সম্মানিত করা, ঈদে গরীব দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ, এলাকার মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজে অংশগ্রহণ, গরীব মেয়ের বিয়েতে অর্থ সহায়তাসহ নানাবিদ জনকল্যাণমূলক কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করে আসছে। পাশাপাশি নিয়মিত ও বিভিন্ন জাতীয় দিবসকে কেন্দ্র করে খেলাধুলার আয়োজন ও উপজেলার বিভিন্ন টুর্ণামেন্টে অংশগ্রহণ করে ইতোমধ্যে অনেক শিরোপা অর্জন করেছে শাহাপুর মুনষ্টার ক্লাব।
এসব ক্রীড়া ও সামাজিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে ও জ্ঞানপিপাসুদের জন্য দেশ-বিদেশের চমৎকার সব বইয়ের সমন্বয়ে ক্লাবের অভ্যন্তরে পরিচালিত হচ্ছে একটি উম্মুক্ত পাঠাগার “ড. আবুল কালাম আজাদ বুক কর্ণার”।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com