শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

দেশ আজ দুর্নীতিতে ছেঁয়ে গেছেন স্মরণ সভায় জাপা নেতা আনিসুল ইসলাম মাহামুদ এমপি

মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী
  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপ দলনেতা জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ এমপি বলেছেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু এরশাদ সাহেব আজ বেঁচে নেই, তিনি দেখলে আনন্দিত হতেন দল আজ ঐক্যবদ্ধ, আরো বড় আকারে ভিন্ন ধারার রাজনীতির দিকে ধাবিত হচ্ছে। অনেকে তাকে স্বৈরাচার বলেন, তিনি যদি স্বৈরাচার হতেন তবে জেলে থেকে তিনি ৫ টি আসনে নির্বাচিত হতে পারতেন না। দেশ আজ দুর্নীতিতে ছেয়ে গেছে, গত অর্থবছরে সাত লক্ষ সত্তর হাজার কোটি টাকার বাজেট পাশ করা হয়েছিল আর এরশাদ সাহেব তার ৯ বছরের শাসনামলে মাত্র ৮০ হাজার কোটি টাকা খরচ করেছিলেন। তার আমলেওতো দেশে উন্নয়ন হয়েছিল। তিনি আরো বলেন, মাত্র দু বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাড়িয়ে বলেছিলেন আমাদের ৫০ বিলিয়ন ডলার রিজার্ভ আছে, সেই রিজার্ভ আজ মাত্র ১৯ বিলিয়ন ডলারে আসলো কিভাবে? কোটার বিষয়ে তিনি বলেন, সরকার কোটার বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল রেখেছে। যখন ৩০ শতাংশ কোটা ছিলো তখন অনেক পদ খালি রাখতে হয়েছিল কারন ওই পদের জন্য মুক্তিযোদ্ধার সন্তান, নাতি বা পুতি পাওয়া যায়নি। তখন দেশের জনসংখ্যা ছিল মাত্র সাডে সাত কোটি। দেশের বর্তমান জনসংখ্যার কথা বিবেচনা করে কোটা বিষয়ে নতুন ভাবে চিন্তা করতে হবে।
ছাত্রদের সাথে কথা বলতে হবে। রবিবার বেলা ১২ টায় পটুয়াখালী জেলা শিশু একাডেমি মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরন সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাফর উল্লাহ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি। এসময় জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরন সভা শেষে দোয়া মিলাদ পরিচালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ইছারুহুল্লা আসিফ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com