মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
আর্থিক সংকট ও অনিশ্চয়তায় দিন কাটছে শহীদ নাজমুলের স্ত্রীর আমরা চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই: প্রধান উপদেষ্টা বৈষম্যবিরোধীর ব্যানারে ছাত্রলীগের পুনর্বাসন চলছে:নাহিদুজ্জামান শিপন নকশা লঙ্ঘন: ঢাকায় ৩৩৮২ ভবনের অবৈধ অংশ ভাঙা হবে জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের সিপিডি’র গবেষণা: ২০২৩ সালে কর ফাঁকিতে রাজস্ব ক্ষতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা লন্ডনে বিয়ের অনুষ্ঠানে হাছান মাহমুদসহ সাবেক মন্ত্রী-এমপিরা পলাতক আ. লীগের নেতাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে : শফিকুল আলম প্রাইম এশিয়ার শিক্ষার্থী হত্যা : ৩ আসামি ৭ দিনের রিমান্ডে

‘কোই প্লা’ মারাত্মক এক খাবার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

মাছ খেতে পছন্দ করেন কমবেশি সবাই। ছোট-বড় মাছ দিয়ে বিভিন্ন স্বাদের পদ তৈরি করা যায়। তেমনই মাছের এক পদ হলো ‘কোই প্লা’। থাইল্যান্ড ও লাওসের ঐতিহ্যবাহী এক খাবার এটি। জানলে অবাক হবেন, জনপ্রিয় এই খাবার খেয়েই নাকি প্রতিবছর প্রায় ২০ হাজার মানুষ মৃত্যুবরণ করেন।
লাওস ও থাইল্যান্ডের ইসান অঞ্চলের লাও জনগণের সালাদ হিসেবে এই পদ খান। ‘কোই প্লা’ তৈরি করা হয় কাঁচা মাছ থেকে। অর্থাৎ এই মাছ রান্না করে নয় বরং কাঁচা মাছের কিমা, লেবুর রস, ভেষজ ও মসলা মিশিয়ে অনেকটা সালাদের মতো করে প্রস্তুত করা হয় পদটি।
মূলত কাঁচা মাছ খাওয়ার জন্যই ব্যাকটেরিয়ার সংক্রমণে অনেকেরই মৃত্যু ঘটে খাবারটি খেয়ে। তবুও জনপ্রিয় ‘কোই প্লা’। থাইল্যান্ড ও লাওসবাসীর কাছে বিশেষ পছন্দের এই খাবার।
কোই প্লা কেন বিপজ্জনক? রান্না ছাড়া মাছ বা মাংস কোনোটিই খাওয়া উচিত নয়। কারণ এসবে নানা ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে। যা প্যারাসাইটিক ডিজিজের ঝুঁকি বাড়িয়ে তোলে।
যার ফলে বিভিন্ন ক্যানসারের ঝুঁকি দ্বিগুণ বাড়ে। জানা গেছে, থাইল্যান্ড ও লাওসের অনেক মানুষই কোল্যাঞ্জিওকার্সিনোমা বা পিত্তনালির ক্যানসারে মারা গিয়েছেন শুধু কোই প্লা খাওয়ার কারণেই।
২০১৭ সালে থাইল্যান্ডের খোন কায়েন বিশ্ববিদ্যালয়ের লিভার সার্জন নারোং খুনটিকিও এজেন্স ফ্রান্স-প্রেসকে বলেন, ‘এখানে কোই-প্লা বড় এক স্বাস্থ্যের বোঝা।’ খুনটি জানান, তার বাবা-মা দু’জনেই কোই প্লা খেয়ে পিত্তনালির ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে তিনি বহু বছর থাইল্যান্ডের গ্রামীণ উত্তর-পূর্বে ভ্রমণ করেছেন ও সস্তা এ ধরনের বিপজ্জনক খাবার খাওয়ার বিপদ সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন।
দুর্ভাগ্যবশত, ঐতিহ্যবাহী ‘কোই প্লা’ থাইল্যান্ডের ইসান অ লে এত জনপ্রিয় যে এটি খাওয়া বন্ধ করা সেখানে অত্যন্ত কঠিন। সেখানকার স্থানীয়রা এই খাবারে এতোটাই আসক্ত যে, তারা সেই স্বাদ ভুলতে নারাজ। তাতে মৃত্যু হলেও যেন ক্ষতি নেই! জানা গেছে, কোই প্লা একবার মুখে নিলেই তা পিত্তনালির ক্যানসার সৃষ্টির জন্য যথেষ্ট। ‘নীরব ঘাতক’ হিসেবে পরিচিত রোগটির ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়া বেঁচে থাকার হার সবচেয়ে কম। এ কারণে থাইল্যান্ডের বৃহত্তম প্রদেশ ইসানে সবচেয়ে বেশি পিত্তনালির ক্যানসার রিপোর্ট করা হয়েছে। সূত্র: অডিটি সেন্ট্রাল




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com