রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে রিট

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে। একই সঙ্গে ‘কথিত আটক’ ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আবেদনকারী হয়ে আজ সোমবার রিটটি দায়ের করেন। তাঁরা হলেন মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। রিট আবেদনকারীদের অন্যতম আইনজীবী অনীক আর হক প্রথম আলোকে বলেন, ‘বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেে দুপুরে রিটের ওপর শুনানি হবে। রিটে আন্দোলনকারীদের ওপর যাতে লাইভ গুলি না চালানো হয় এবং যে ছয় সমন্বয়ককে আটকে রাখা হয়েছে, তাঁদের এখনই ছেড়ে দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com