মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

মানিকগঞ্জে গ্যাসের দাবিতে তিতাসের আঞ্চলিক অফিস ঘেরাও দিল ছাত্র-জনতা

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

তীব্র গ্যাস সঙ্কটের দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের মানিকগঞ্জ আঞ্চলিক অফিস ঘেরাও করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সোমবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে তিতাস গ্যাসের মানিকগঞ্জের আঞ্চলিক অফিস চার দফা দাবিতে জড়ো হয় শতাধিক ছাত্র-জনতা। ছাত্র-জনতা দাবি করেন, মানিকগঞ্জে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে গ্যাস সরবরাহ নেই। অথচ দিনের পর দিন গ্যাস না দিয়েও কোটি কোটি টাকা বিল হাতিয়ে নিচ্ছে তিতাস গ্যাস কোম্পানী। এসময় গ্যাস সঙ্কট সমস্যার সমাধানের দাবি জানিয়ে সাত দিনের সময়সীমা বেধে দেয় ছাত্র-জনতা। বেধে দেয়া সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আর একটি টাকাও বিল দেয়া হবেনা বলে হুশিয়ারি দেয় বিক্ষুব্ধরা। তারা আরো দাবি করেন, পূর্ববর্তী সময়ে গ্যাস না দিয়েও যেসব বিল নেয়া হয়েছে সেগুলো আগামী দিনগুলোতে সমন্বয় করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার অন্যতম সমন্বয়ক রমজান মাহমুদ বলেন, মানিকগঞ্জবাসী দীর্ঘদিন ধরে গ্যাস পাচ্ছে না, অথচ প্রতি মাসেই বিল দিতে হচ্ছে। গ্যাস সংকটের সমস্যা সমাধানে আমরা চার দফা দাবি নিয়ে তিতাস গ্যাস অফিসে জড়ো হয়েছি। সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেধে দেয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ সমস্যার সমাধান না হলে পরবর্তীতে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে। বিষয়টি নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক বিক্রয় বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ আলী বলেন, ছাত্র-জনতা আজ যে দাবি নিয়ে অফিসে এসেছিল তাদের দাবি যৌক্তিক বলে আমি মনে করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খুব দ্রুত সময়ের মধ্যে বিষয়টি জানানো হবে। তাদের সাথে আলোচনা করে বিষটির একটা সমাধান করার চেষ্টা করবো। ইতোমধ্যেই মানিকগঞ্জের গ্যাসের সংকট নিরসনে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে মানিকগঞ্জ পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এই প্রকল্পের রুট সার্ভে সম্পন্ন হয়েছে এবং জমি অধিগ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিতাস গ্যাসের এই কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com