ভালো নেই বাংলাদেশ। স্মরণকালের ভয়াবহ বন্যায় অতল দেশের একটা অংশ। নানা সমস্যায় জর্জরিত এই জাতিকে যা করে দিয়েছে আরো বিপর্যস্ত। তবে এর মাঝেই ভালো কিছু খুঁজে পেয়েছেন তামিম ইকবাল, যা বড্ড তৃপ্ত করে তুলেছে তাকে। বন্যার পানিতে ভেসে গেছে নোয়াখালী, কুমিল্লা ফেনী। পানিতে আটকা পড়েছে লাখ লাখ মানুষ। ক্রমশই খাবার, পানির সঙ্কট আরো তীব্রতর হচ্ছে। ঘটছে মৃত্যুর ঘটনাও। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। দুই দিন ধরে সময়কে করে তুলেছে দুর্বিষহ।
বন্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গোটা বাংলাদেশ যেন এক হয়ে গেছে! যে যেখান থেকে যেভাবে পারছে সাহায্য করছে, বাড়িয়ে দিচ্ছে হাত। শিশু থেকে বৃদ্ধ, নর-নারী সবাই জাতি-ধর্ম, বর্ণ দূরে ঠেলে এগিয়ে এসেছে মানবতার ডাকে, যার অসংখ্য ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। এমতাবস্থায় দেশের প্রতিটি জনপদ থেকে যেভাবে মানুষরা এগিয়ে আসছে পরিস্থিতি মোকাবেলায়, তা তামিমকে দেখাচ্ছে স্বপ্ন। তাকে করেছে আবেগে আপ্লুত। দেশের মানুষের এমন সম্প্রতি আর উদার মানসিকতা তামিমের হৃদয় ছুঁয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাই এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে বর্ণনা করেছেন তার অনুভূতি। লিখেন, “কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ‘বাংলাদেশ আপনার কাছে কি?’ আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, ‘কেমন বাংলাদেশ দেখতে চান?’ এই ছবিগুলো মেলে ধরব।” ‘এরকম আরো অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ,’ যোগ করেন তামিম। তার পোস্টের শেষ অংশে লেখা, ‘যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।’