শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

ছাত্র-জনতার বিপ্লবকে অন্যায়ভাবে পরাজিত করতে জামায়তকে নিষিদ্ধ করেছিল আ’লীগ: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

ছাত্র জনতার বিপ্লবকে অন্যায়ভাবে পরাজিত করার কৌশল হিসেবে জামায়তকে নিষিদ্ধ করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, বিশেষ সময়ে বিশেষ উদ্দেশে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। ১৫ বছর ক্ষমতায় থেকে জামায়াতকে নিষিদ্ধ করে নাই কেনো। যখন ছাত্র জনতার বিপ্লব চলছিলো তখন তা নির্মমভাবে
সন্ত্রাসী চিহ্নিত করে এই আন্দোলনকে দমাতে চেয়েছিলো। ছাত্র জনতার বিপ্লবকে অন্যায়ভাবে পরাজিত করার কৌশল হিসেবে জামায়তকে নিষিদ্ধ করেছিল। গত বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে তিনি এই মন্তব্য করেন।
বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের নামে মামলা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, মামলা হলেই অতি উৎসাহী হয়ে গ্রেপ্তার করা হবে না। আমি আশা করি সাকিব আল হাসান গ্রেপ্তার হবেন না। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু মামলা দ্রুত নিস্পত্তি করা হবে। সাগর-রুনি মামলাসহ এমন আলোচিত অনেক মামলা আছে সেগুলো দ্রুত নিস্পত্তি করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com