বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন

কর্মক্ষেত্রে যেসব মানুষ থেকে দূরে থাকা ভালো

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

কর্মক্ষেত্রে নেতিবাচক মানুষেরা আপনার কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। এসব মানুষ থেকে দূরে থেকে প্রয়োজনে সার্কেল ছোট রাখতে পারেন। অন্যকে ভুল প্রমাণ করার চেষ্টা করেন: চারপাশে এমন অনেক মানুষ পাবেন যার দিনের শুরুটাই হয় অন্যকে ভুল প্রমাণ করার চেষ্টা করে। এমন অনেক সহকর্মী পাবেন, যিনি কথা শুরু করেন কারও অযোগ্যতা নিয়ে। এভাবে নেতিবাচকতা ছড়িয়ে দেন। এমন মানুষেরা আপনার কর্মশক্তি কমিয়ে দিতে পারে।
পরাজয় স্বীকার করেন না: আপনার অফিসে এমন কলিগ পাবেন যিনি কখনো পরাজয় স্বীকার করেন না। এ ধরনের মানুষ সাধারণত অহংকারী, স্বার্থপর, লোভী এমনকি অসৎ হযে থাকেন। এদের থেকে দূরে থাকা ভালো।
গুরুত্ব দিয়ে কথা শোনেন না: এমন মানুষের দেখাও পাবেন যিনি শুধু বলতে চান, শুনতে চান না। এরা আসলে মানুষকে গুরুত্ব দেন না।
শো-অফ করেন: শো-অফ করা মানুষগুলো সাধারণত ক্ষমতার অপব্যবহার করে থাকেন। যতটা সম্ভব তাদের থেকে দূরত্ব বজায় রাখতে পারেন।
দুর্বল জায়গায় আঘাত করেন: সহমর্মিতার অভাব থাকলে মানুষ মানুষের দুর্বলতা নিয়ে কথা বলেন। ছোট করার চেষ্টা করেন। এমনকি সম্মান দেখানোকে দুর্বলতা মনে করেন। এমন মানুষেরা আপনার জন্য নানা করণে ক্ষতিকর হতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com