শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন

কোয়ান্টামে লায়ন্স ক্লাবের সহযোগিতায় চক্ষুসেবা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প

লামা (বান্দরবান) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

বান্দরবানের লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনে চক্ষুসেবা এবং ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) চট্টগ্রাম লায়ন্স ক্লাব চক্ষুসেবা এবং ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করে। বৃষ্টি উপেক্ষা করে ৫ শতাধিক মানুষ ক্যাম্পে সেবা গ্রহণের জন্যে আসেন, এর মধ্যে ৩২৯ জনকে চক্ষুসেবা প্রদান করা হয় এবং ব্লাড গ্রুপিং করা হয় ১৭৩জনের। স্থানীয়রা ছাড়াও কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীদের কিছু অংশ এই সেবা গ্রহণ করে। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ৩১৫ বি-৪ এর গভর্নর কোহিনূর কামাল। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের প্রথম ভাইস জেলা গভর্নর মোসলে উদ্দিন আহমেদ অপু এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটন। এছাড়া আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম ফিনিক্সের প্রেসিডেন্ট ইঞ্জি. কামাল উদ্দিন আহমেদ, ডিরেক্টর ইঞ্জি. মকবুল হোসেন ও মেম্বারশীপ চেয়ারপারসন মাহাবুবুল ইসলাম। চক্ষুসেবা এবং ব্লাড গ্রুপিং ক্যাম্প আয়োজনে সহযোগিতার জন্যে লায়ন্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com