শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

কেশবপুরের টিটাবাজিতপুরে জমি জবরদখলকারী ও চক্রান্তকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

কেশবপুর উপজেলা টিটাবাজিতপুর গ্রামে জমি জবরদখলকারী ও চক্রান্তকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পঠকালে টিটাবাজিতপুর? গ্রামের আব্দুল হোসেনের পুত্র ইলায়াস হোসেন বলেন, তার চাচাতো চাচা ওজিয়ার রহমান সরদার প্রায় ১৫ থেকে ২০ বছর যাবত আমাদের সাথে বিবাদ সৃষ্টি করে আসছে। প্রভাবশালী ওজিয়ার রহমান জোরপূর্বক আমাদের বাড়ির জমি থেকে ৩ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়। এমনকি ওজিয়ার রহমান ঘর তৈরি করার সময় আমাদের উঠান থেকে অন্যায়ভাবে আরো ৪ হতে ৫ হাত জমি জবরদখল করে পাঁচালী দিয়ে নেয়। আমাদের সাথে বিবাদ চলাকালীন সময় আমরা আমার চাচাতো চাচা ওজিয়ার রহমান সরদার এর বাড়িতে যাওয়া আসা বন্ধ করি। ২০২৩ সালের রমজান মাসে আমর চাচাতো চাচা ওজিয়ার রহমান সরদার আমার স্ত্রী সুমাইয়া খাতুন কে বলে তুমি আমাদের বাড়ির যাওনা কেন? আমারা সবাই প্রতিবেশী, তুমি আমাদের বাড়ি যাওয়া আসা কর। এ কথা শুনে আমার স্ত্রী আমার চাচাতো চাচাদের বাড়িতে যাওয়া আসা করত। গত ৫আগস্ট শেখ হাসিনার সরকার পদত্যাগ করলে ঐদিন সন্ধ্যায় ওজিয়ার রহমান সরদারের বড়কুটুম আঃ রশিদের মেয়ে জামাই মিজানুর রহমান তার পাওনা ৮ লাখ টাকা ঐ রাতের মধ্যে না দিলে ওজিয়ার রহমান সরদারকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ কথা শুনে ওজিয়ার রহমান সরদার বাড়ী থেকে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে ১সপ্তাহ পালিয়ে যায়। এক সপ্তাহ পর বাড়ি ফিরে এসে ওজিয়ার রহমান সরদার স্বাণালংকার চুরি হয়েছে প্রথমে তার ছোট ছেলের বউকে এবং পরে আমার স্ত্রী সুমাইয়া খাতুনকে সন্দেহমূলক ভাবে দোষারোপ করে। স্থানীয় ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। উক্ত সালিশে আমার চাচাতো ভাই শহিদুল ইসলাম, মিলন হোসেন, নাহিদ ইসলাম, আলমগীর হোসেন, চাচাতো চাচা ওজিয়ার রহমান ও তার ছেলে মনিরুজ্জামান সবুজ প্রমূখ উপস্থিত ছিলেন। ওজিয়ার রহমান সরদার ও তার ছেলে মনিরুজ্জামান সবুজ সালিশের মধ্যে বলে যে স্বালংকার চুরি হয়ে গেছে তাতে তাদের আর কোন দাবি নেই। তারা এব্যাপারে আর কোনো কথা বলবে না। কিন্তু সালিশ বৈঠক শেষ হওয়ার পর ওজিয়ার রহমান সরদার ও তার ছেলে পুলিশে চাকুরীরত এ টি এস আই মনিরুজ্জামান সবুজ আমাকে পুলিশ দিয়ে দেখে নেওয়ার হুমকি দেয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জমি জবরদখলকারী ও চক্রান্তকারী ওজিয়ার রহমান সরদার ও তার ছেলে মনিরুজ্জামান সবুজকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com