জুলুম আমাদের কাছে অতি পরিচিত একটি শব্দ। জুলুম আরবি শব্দ। যার বাংলা অর্থ অন্যায়, অবিচার, শোষণ ইত্যাদি। যুগে যুগে জুলুম এবং জালিমের ভয়াবহতার শাস্তি আমরা দেখেছি এবং ইতিহাসের পাতায় তা পড়েছি। এমনকি আমারা নিজেরাও কখনো কখনো জুলুমের শিকার হই এবং অন্যের ওপর জুলুম করে থাকি। আল্লাহ যেন আমাদের এই অমার্জনীয় অপরাধ থেকে হিফাজত করেন। জুলুমের কয়েকটি স্তর : ১. মহান আল্লহার প্রতি শিরক : শিরকের মাধ্যমে মূলত নিজের প্রতি জুলুম করা হয়। যেমন লোকমান আ. তাঁর ছেলেকে উপদেশ দিয়েছিলেন এই বলে- বাছা! আল্লাহর সাথে শিরক করো না। নিশ্চয়ই শিরক অনেক বড় জুলুম। (সূরা লুকমান-১৩) ২. আল্লাহর ওপর মিথ্যা বলা : আল্লাহর উপর মিথ্যা বলাও জুলুমের অন্তর্ভুক্ত। কেননা আল্লাহ তায়ালা বলেন, তবে সেই ব্যক্তি অপেক্ষা বড় জালেম আর কে হবে, যে কোনো জ্ঞানের ভিত্তি ছাড়াই মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে? প্রকৃতপক্ষে আল্লাহ জালেম লোকদের সৎপথে পৌঁছান না।’ (সূরা আনআম-১৪৪) ৩. অন্যায়ভাবে হত্যা করা : কাউকে অন্যায়ভাবে হত্যা করা মহাপাপ, এটি অনেক বড় জুলুম। কুরআন কারিমে আল্লাহ এমন ব্যক্তিকে সীমালঙ্ঘনকারী বলেছেন। আল্লাহ বলেন, ‘আল্লাহ যেই প্রাণকে মর্যাদা দান করেছেন তাকে হত্যা কোরো না, তবে (শরিয়ত অনুযায়ী) তোমরা তার অধিকার লাভ করলে ভিন্ন কথা। যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় আমি তার অলিকে (কিসাস গ্রহণের) অধিকার দিয়েছি। সুতরাং সে যেন হত্যাকার্যে সীমালঙ্ঘন না করে। নিশ্চয়ই সে এর উপযুক্ত যে তার সাহায্য করা হবে।’ (সূরা বনি ইসরাইল-৩৩) কুরআন ও হাদিসের আলোকে যুগে যুগে জুলুমের শাস্তি : পবিত্র কুরআনের ইরশাদ হয়েছে- ‘আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি। যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে। তারা পানীয় চাইলে তাদের দেয়া হবে গলিত ধাতুর মতো পানীয়, যা তাদের মুখম-ল দগ্ধ করবে। এটি কত নিকৃষ্ট পানীয়। জাহান্নাম কতই না নিকৃষ্ট আশ্রয়।’ (সূরা কাহফ-২৯) কুরআনের আরো অনেক আয়াত রয়েছে, যাতে জালিমের কঠিন শাস্তির কথা আলোচনা করা হয়েছে। আল্লাহ জালিমকে কিছু দিনের জন্য অবকাশ দেন। তবে ছেড়ে দেন না। জালিমকে তার জুলুমের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে দুনিয়া এবং আখিরাতে। মাজলুমের কাছে মাফ চেয়ে মাফ করানো ছাড়া এ শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই। কারণ তা বান্দার হক। এ ছাড়া রাসূলুল্লাহ সা: ইরশাদ করেন, তাঁর মহিমান্বিত পরওয়ারদিগার বলেছেন- ‘আমি আমার নিজের ওপর ও বান্দাহদের ওপর অত্যাচারকে হারাম করে নিয়েছি। অতএব, তোমরা পরস্পর পরস্পরকে অত্যাচার করো না।’ (মুসলিম-৬৪৬৯) সুতরাং জুলুম একটি মহাপাপ। এক কথায় কবিরা গুনাহ। যার পাপের শাস্তি দুনিয়া থেকেই শুরু এবং শেষ পরিণতি জাহান্নাম। আল্লাহ আমাদের জালিমের জুলুম থেকে নিজেকে এবং অন্যদের হিফাজত করুন। আমিন।