শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন

গলাচিপায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি এবং মাসিক আইন শৃঙ্খলা সভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

ধর্ম যার যার উৎসব সকলের সনাতন ধর্মের সর্বোচ্চ ধর্মীয় শারদীয় দুর্গাপূজা সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও অফিস দরকার হলে বুধবার সকাল দশটায় উপজেলার ২৮ টি দুর্গাপূজা ম-পের সভাপতি, সম্পাদক, ইউপি চেয়ারম্যান , সব দপ্তরের প্রাতিষ্ঠানিক প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে দূর্গা পূজার প্রস্তুতি ও পূজা উপলক্ষে বিশেষ মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাসিম রেজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র মেজর মোঃ মেহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপার থানা পুলিশের নবাগত অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান। সভায় শারদীয় দূর্গা পূজার সার্বিক প্রস্তুতি সহ নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন, আটখালী মন্দির কমিটির সদস্য ও সাংবাদিক মলয় দত্ত, গলাচিপা কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত, সাহা বাড়ি মন্দিরের সেক্রেটারি অনাথ সাহা প্রমুখ। সভায় নানা প্রস্তাব সহ সার্বিকভাবে সুন্দর ও সুষ্ঠুভাবে আনন্দ উৎসবে যাতে সকল পর্যায়ে প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনী সহ সেনাবাহিনী, প্রশাসন সার্বিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করার প্রতীশ্রুতি দেন। পরে মাসিক আইন শৃঙ্খলা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সহ ভূ-উপরিস্থ পানি অপচয় ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com