রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

শিল্প উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের সাথে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার অফিসকক্ষে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে শিল্প উপদেষ্টা বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ১৯৯৯ সালের ২১ জুন দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে দুদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সুরক্ষিত রয়েছে। এ সময় কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শিল্প ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সম্পর্ক আগামীদিনে আরো উন্নতি করতে আগ্রহী সিউল। বিনিয়োগের জন্য বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ পরিবেশ উন্নতি করা প্রয়োজন। তিনি শিল্পের কাঁচামাল, ভ্যাট-ট্যাক্স কমানোসহ কোরিয়ান বিনিয়োগকারীদের সহজ শর্তে ভিসা প্রদানের অনুরোধ জানান। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে বাংলাদেশে পরিবেশ বান্ধব জাহাজ পুনঃ প্রক্রিয়াকরণ শিল্প, চামড়া শিল্প, কারু শিল্প ও হস্ত শিল্প স্থাপনে বিনিয়োগের আহ্বান জানান। তিনি শিল্প উদ্যোক্তাদের উন্নয়নের ব্যাপারে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চান।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সলিম উল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com