রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

এনরোলমেন্ট কমিটির সদস্য হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার বিষয়ে গঠিত ‘এনরোলমেন্ট কমিটির’ সদস্য মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বার কাউন্সিল ভবনে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ও পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। এছাড়াও নির্বাচিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দীন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ। সভায় আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত ১০ প্রার্থীর কেউই উপস্থিত ছিলেন না।
ওই সভায় বার কাউন্সিলের ভবন নির্মাণে অনিয়ম-দুর্নীতিসহ সার্বিক একটা পর্যালোচনা/নিরীক্ষণ কমিটি হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, রাগীব রউফ চৌধুরী, শিশির মনিরসহ কয়েকজনকে ওই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে এনরোলমেন্ট কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
এ বিষয়ে রুহুল কুদ্দুস কাজল জানান, এনরোলমেন্ট কমিটির সদস্য আইনজীবী সৈয়দ রেজাউর রহমান দীর্ঘদিন ধরে কমিটির মিটিংয়ে অনুপস্থিত। এমতাবস্থায় কমিটির অচলাবস্থা দূর করতে আমাকে তার স্থলে কমিটির (এনরোলমেন্ট) সদস্য করা হয়েছে। আমি হাইকোর্টের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ও নতুন করে এনরোলমেন্ট পরীক্ষার বিষয়ে দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নেবো এবং এর ফলে শিক্ষানবিশদের জট কমিয়ে আনতে পারবো বলে বিশ্বাস করি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com