শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম ::

গলাচিপায় বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের সভাপতি ও অধ্যক্ষের বদলি জনিত বিদায় সংবর্ধনা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রান কেন্দ্র অবস্থিত বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের সভাপতি ও অধ্যক্ষের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬শে সেপ্টেম্বর বেলা ১১ টায় বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের হলরুমে স্কুল কর্তৃক আয়োজিত এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকেন স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদের প্রশাসক মোঃ মহিউদ্দিন আল হেলাল ও স্কুলের অধ্যক্ষ ডাঃ জান্নাতুল নাঈম আইভি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম এর সহধর্মিণী মিসেস জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরান তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্যে দিয়ে। সভায় স্বাগত বক্তব্য রাখেন হিসাবরক্ষন কর্মকর্তা ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন। সভায় সভাপতিত্ব করেন স্কুলের উপাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম ও সভা সঞ্চালনায় ছিলেন স্কুল শিক্ষক মোঃ মেহেদী হাসান চৌধুরী। এছাড়াও সভায় আরো উপস্থিত থাকেন বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং সকল কর্মচারীবৃন্দ। এসময় বক্তারা বলেন সভাপতি ও অধ্যক্ষ এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সবসময় উন্নয়ন মূলক কাজ করেছেন, বিদায় বেলাও এই স্কুলের জন্য মা সমাবেশ করার জন্য একটা কক্ষ নির্মান করেছেন। শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করে গেছেন। বিদায় বেলা সকল শিক্ষক, শিক্ষার্থী, ও স্কুলের কর্মচারীরা তাদের জন্য অশ্রু জল ফেলেছেন। তেমনি করে সভাপতি ও অধ্যক্ষও চোখের জল ফেলেছেন এই প্রতিষ্ঠানের সকল কোমলমতি শিক্ষার্থীদের জন্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com