শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম ::

চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনঃবহাল করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বিডিআর বিদ্রোহের নামে পরিকল্পিত ভাবে যে হত্যাকান্ড সংগঠিত করা হয়েছে তার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচার এবং চাকুরীচ্যুত সকল বিড্আির সদস্যদের চাকুরীতে পুনঃবহাল করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১১ টায় পিরোজপুর জেলা প্রসাশক এর কার্যলয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে চাকুরীচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। মানববন্ধন শেষে জেলা প্রসাশকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেনে পিরোজপুর জেলার চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা। এসময় তারা বলেন, সেখ হাসিনা সরকার পরিকল্পিত ভাবে বিডিআর বিদ্রোহের মাধ্যমে নিরাপরাদ সেনা সদস্যদের হত্যা করে ভারতকে খুশি করেছে। বিডিআরকে ধ্বংস করাই ছিল তার একমাত্র লক্ষ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত ভাবে হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচার এবং চাকুরীচ্যুত সকল বিডিয়ার সদস্যদের চাকুরীতে পুনঃবহাল ও কারাবন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তির দাবি করেন বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com