রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসার এঁর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, ১০ম গ্রেড আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। বর্তমানে আমরা ১৩তম গ্রেডে শিক্ষকতা করছি। অথচ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, পুলিশের সাব ইন্সপেক্টর, সিনিয়র নার্স, উপ–সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ১০ম গ্রেডে বেতন পান। এটি চরম বৈষম্য। একই যোগ্যতা সম্পন্ন হয়েও ১৩তম গ্রেডে থাকায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন শিক্ষকরা। বর্তমান সরকার বৈষম্য নিরসনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদকে ১২তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছেন। কিন্তু এই প্রস্তাবকে প্রত্যাখান করে শিক্ষকরা ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানান। মানববন্ধনে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা। এছাড়াও বক্তব্য রাখেন, শিক্ষক নেতা সানোয়ার পারভেজ তাসাদ্দাক পিন্টু, মো. আল আমিন, কাজী আলমগীর আল আজাদ, জাহাঙ্গীর আলম খান, বিলকিস পারভীন, মাহাবুবুর রহমান, মোহাম্মদ নুরুল হুদা, মো. আমিনুল হক, সিরাজ উদ্দিন, সাইফুল ইসলাম তালুকদার, হযরত আলী প্রমুখ।এছাড়াও মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com