কেন্দ্রীয় যুবদল সভাপতি দীর্ঘদিন কারাবন্দি নেতা আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারম্যান তারেক রহমান বলেছে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। এই অর্থে আমাদের কাজ করতে হবে। আমরা অনেক সময় জেল জুলুম হুলিয়া থাকার কারনে সাংগঠনিক কার্যক্রম চালতে পারি নাই। এখন বর্তমান সময়ে অনেকটা শান্তিতে আছি। সাংগঠনিকতা দলের প্রধান শক্তি। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিদিনই ১৫ থেকে ১৬ ঘন্টা দলের জন্য দিন রাত কাজ করে যাওয়ার কারনে আজকে তিনি দলকে শক্তিশালি করেছে। আমরা দলের শৃঙ্খলার জন্য মোটর সাইকেল বহর ও সোডাউন মহড়ার করায় নগরীর পথঘাটে যানজোটের কারনে সাধারন মানুষের দূর্ভোগের সৃষ্টি না হয় তার জন্য এসকল কর্মকান্ড বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় তিনি আরো বলেন, রাজনীতির গুনগত পরিবর্তন পথগুলো খেয়াল করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন অনেক বড় কঠিন হবে। তিনি বলেন মানুষের মনকে জয় করে আপনাদের রাজনীতি করতে হবে। মঙ্গলবার (১) অক্টোবর রাত সোয়া ৮টায় নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যুবদলের নেতৃবৃন্দকে দেশ নায়েক তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাকসুদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড, মাযহারুল ইসলাম জাহানের সঞ্চলনায় আর্থিক সহায়তা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক বিল্লাল হোসেন তারেক। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল বরিশাল বিভাগীয় সহ সভাপতি এ্যাড, তছলিম উদ্দিন সহ স্থানীয় বিভিন্ন যুবদল নেতৃবৃন্দ। পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যুবদলের বিভিন্ন নেতৃকবৃন্দ গুলিতে আহত হওয়া ১৬ জন নেতা কর্মীকে আর্থিক সহায়তা তুলে দেন মোনায়েম মুন্না সহ নেতৃবৃন্দ। এর পূর্বে কেন্দ্রীয় যুবদল সভাপতি মোনায়েম মুন্না সহ বিভিন্ন নেতৃবৃন্দ বরিশাল জেলা দক্ষিণ প্রয়াত যুবদল সভাপতি এ্যাড, পারভেজ আকন বিপ্লবের বাসভবনে গিয়ে তার পরিবা কে শান্তনা দেন।