শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::

নড়াইলে বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হলেন গুণী শিক্ষকরা

সুলতান মাহমুদ নড়াইল
  • আপডেট সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

নড়াইলে বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হলেন গুণী শিক্ষকরা।বয়োবৃদ্ধ, বয়োজেষ্ঠ্য শিক্ষকরা মহান শিক্ষকতা পেশায় এবং সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় তাঁদেরকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।সম্মাননা পাওয়া শিক্ষকরা বক্তৃতাকালে তাঁদের স্মৃতিচারণ তুলে ধরেন।অনুষ্ঠানে এসে এক হতে পেরে তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন এবং কুশলাদি বিনিময় করেন। শনিবার দুপুরে দ্য নড়াইল এডুকেশন সোসাইটির উদ্যোগে জেলা পরিষদ হলরুমে গুণী শিক্ষকদের সম্মাননা দেয়া হয়।দ্য নড়াইল এডুকেশন সোসাইটি’র সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কমার্শিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দ্য নড়াইল এডুকেশন সোসাইটির উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু।এ অনুষ্ঠানে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: রুস্তম আলী শিকদার,শাহাবাদ মাজীদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো: আনোয়ার হোসাইন, নড়াইল আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান মল্লিক, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল কুমার বিশ^াস, নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জাকির হোসেন সিকদার, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হায়দার আলী, ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জাকির হোসেন বিশ^াস, ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: নুরজাহানসহ জেলার মোট ১৪ জন গুনি শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com