শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম ::

দৌলতখানে জেলেদের মাঝে ভিজিএফর চাল বিতরণ

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ভোলার দৌলতখানে জেলেদের মাঝে ভিজিএফর চাল বিতরণ করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) উপজেলার চরখলিফা, চরপাতা ও মেদুয়া ইউনিয়েেনর জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলাকালে খাদ্য সহায়তা হিসেবে জেলেদের জন্য সরকারিভাবে এসব চাল বরাদ্দ হয়েছিলো। বরাদ্দকৃত দ্বিতীয় কিস্তির ৩০ কেজি করে চাল জেলেদের মাঝে বিতরণ হচ্ছে। বিতরণকালে সিনিয়র উপজেলা মৎস অফিসার মাহফুজুল হাসনাইন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সচিব, ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন তালুকদার বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর জেলেরা তাদের ন্যায্য পাওনা বুঝে পাচ্ছে। চাল বিতরণে কোন অনিয়ম চোখে পড়েনি। তিনি বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য ইউনিয়ন পরিষদ ও প্রশাসনকে সহায়তা করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com