রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
আজ মধ্য রাত ২২দিনর অভিযান শুরু শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিলেন-মামুনুল হক ডাকবাংলা ব্যবসায়ী কমিটির পরিচিতি সভা ও অভিষেক বলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ভাই অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ নড়াইলে মসজিদ-মন্দির একই স্থানে চলছে নামাজ ও পূজা রায়গঞ্জে সামান্য বৃষ্টিতে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রামের সীতাকুন্ডে বিভিন্ন পূজা মন্ডবে আর্থিক অনুদান জামালপুরে সিডসের উদ্যোগে দুর্নীতিবিরোধী প্রশিক্ষণ দর্পন বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় উৎসবের আনুষ্ঠানিকতা শেরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জাকের পার্টি

আজ মধ্য রাত ২২দিনর অভিযান শুরু

তজুমদ্দিন (ভালা) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

ইলিশর মাছর প্রজনন নিরাপদ করত ২২দিনর নিষধাজ্ঞা শুরু হত যাছ। শনিবার মধ্যরাত ১২টার পর থক এই নিষধাজ্ঞা শুরু হল চলব আগামী ৩নভম্বর পর্যÍ মাট ২২দিন। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকব। নিষধাজ্ঞা অমান্য কর কান জল নদীত মাছ শিকার করত না পার সজন্য সার্বক্ষণিক মৎস্য প্রশাসন অভিযান পরিচালনা করবন বল জানা যায়। ইলিশর উৎপাদন বাড়াত প্রধান প্রজনন মসুম বিবচনায় মাছ ধরার উপর এই নিষধাজ্ঞা আরাপ করন সরকার। নিষধাজ্ঞায় থাকা ইলিশর ৬টি অভয়াশ্রমর মধ্য ভালা জলার মদনপুর থক চর পিয়াল হয় মঘনার শাহবাজপুর পর্যÍ ৯০ কিলামিটার এলাকা ২২ দিনর নিষধাজ্ঞার মধ্য রয়ছ। তাই অভয়াশ্রম এলাকায় ২২দিনর জন্য ইলিশসহ সব ধরনর মাছ শিকার আইনত দন্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীক কমপক্ষ ১বছর থক সর্বাচ ২বছরর সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যÍ জরিমানা অথবা উভয় দন্ড দন্ডিত হব। এদিক ২২ দিন নিষধাজ্ঞা চলাকালীন সময় মা ইলিশ শিকার বিরত থাকত তজুমদ্দিন ১৮ হাজার ৪১৫জন জল পরিবারর জন্য সরকার খাদ্যসহায়তা বাবদ ৪ শত ৬০ দশমিক ৩৭৫মট্টিক টন চাল বরাদ্দ দন। উপজলা মৎস্য অফিস সুত্র জানা গছ, গত এক সপ্তাহ পর্যÍ জল ও সাধারণ মানুষর মধ্য সচতনতা বাড়াত সভা, সমিনারর পাশাপাশি উপজলার সর্বত্রই মাইকিং করা হয়ছ। নিষধাজ্ঞার সময় প্রতিটি জল পরিবারক ২৫ কজি কর খাদ্য সহায়তা দয়া হব। ২২ দিনর কর্মসূচি বাস্তবায়ন তজুমদ্দিন উপজলা প্রশাসন, মৎস্য প্রশাসন, কাষ্টগার্ড ও পুলিশ ব্যাপক প্র¯তি গ্রহণ করছন। এ বিষয় জানত চাইল উপজলা মৎস্য কর্মকর্তা আমির হাসন বলন, ২২ দিনর অভিযান বাস্তবায়ণ উপজলা টা¯ফার্স কমিটির মিটিং কর পুলিশ ও কাষ্টগার্ডক সহায়তা করার জন্য চিঠি দয়া হয়ছ। ছাট বড় ১২টি সচতন সভা করা হয়ছ। পাঁচ ইউনিয়ন টা¯ফার্স কমিটির ৫টি সভা করা হয়ছ। নদীত ও উপর মাইকিং করা হয়ছ। বিভিন গুরুত্বপূর্ণ ¯ান ব্যানার ও পাষ্টার লাগানা হয়ছ। সব মিলিয় ২২দিনর অভিযান বাস্তবায়ণ আমরা সকল প্র¯তি সম্পন করছি। সকলর সমস্বয় এবছর একটি সফল অভিযান হব বল আশা করি। উপজলা নির্বাহি কর্মকর্তা শুভ দবনাথ বলন, ২২ দিন সরকারর আইন বাস্তবায়ণ করত আমাদর যথষ্ট প্র¯তি রয়ছ। মা ইলিশ রক্ষা করত মৎস্য প্রশাসন, পুলিশ ও কাষ্টগার্ডসহ আমরা সবাই একযাগ কাজ করবা। জলসহ সংশ্লিষ্ট সকলক সচতন করত সভা-সমিনারর পাশাপাশি উপজলা ব্যাপী মাইকিং করা হয়ছ। অভিযান শুরু হওয়ার সাথ সাথ নদীত আমাদর কঠার নজরদারী থাকব। অভিযান বাস্তবায়ণ জলাত ৬জন নির্বাহি ম্যাজিষ্ট্রট রিজার্ভ রাখা হয়ছ। প্রয়াজন হল তাদরক দিয় অভিযান পরিচালনা করা হব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com