পিরোজপুর জেলার নাজিরপ্রু উপজেলায় ১১ অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশ তথা গোট ভারতবর্ষে হিন্দুদের মহা ধর্মীয় অনুষ্ঠান সারদীয় দূর্গা পূজা উদ্যাপন সময়ে সোসাল মিডিয়ায় ইসলাম নিয়ে কু-রুচিপূর্ণ মন্তব্য করায় ০২ ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছে। জানা গেছে ঐ ছাত্রলীগ নেতারা দেশে সাম্প্রদায়িতক দাঙ্গা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল পরিস্থিেিত নিয়ে আসার এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে ছাত্রলীগের গোপন কৌশলের অংশ এটি। একজন নাজিরপুর উপজেলা ৮নং শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠী গ্রামের সুনিল কৃষ্ণ মৃধার ছেলে সৈকত মৃধা(২২)কে নারায়নগঞ্জ এর সোনারগাঁও থেকে প্রশাসন গ্রেফতার করে পিরোজপুর ডিবি কার্যালয়ে নিয়ে আসেন। অপর দিকে নাজিরপুর উপজেলার ০৭ নং সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের কালাম মোল্লার ছেলে রাকিবুল হাসান(২২)কে নিজ বাড়ী থেকে নাজিরপুর থানা-পুলিশ গ্রেফতার করে বিজ্ঞ কোর্টে সোপর্দ করেন। এ ব্যাপারে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মুকিত হাসান খান সংবাদকর্মীদের বলেন, চধৎাধল চ ঝ নামের একটি ফেসবুক আইডি (ভারতের হরিয়ানা থেকে পরিচালিত) থেকে শুক্রবার দুপুরে দেওয়া পোস্টের কমেন্টে সৈকতের ফেসবুক আইডি থেকে মহানবী (সা:) সম্পর্কে একটি বিরুপ মন্তব্য করা হয়। পরবর্তীতে সৈকতের করা কমেন্টটির স্ক্রীনশর্ট দিয়ে রাকিবুল তার ফেসবুক থেকে প্রায় ৯৯ জনকে ট্যাগ করে দেয়। বিষয়টি নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল ফরিদ এর নজরে আসার পরে তিনি তিনি পিরোজপুর পুলিশ সুপারকে অবহিত করেন। পরে নাজিরপুর থানা-পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে ঐ রাতেই রাকিবুলকে তার নিজ বাড়ী থেকে আটক করেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মুকিত হাসান খান আরো জানান, মহানবী (সা:) কে নিয়ে বিরুপ মন্তব্য করে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার জন্য সৈকত মৃধাকে এবং সাম্প্রদায়ীক দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগে রাকিবুলকে গ্রেফতার করা হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঐ এলাকার নিরাপত্তা জোড়দার করা হয়েছে। এ ব্যাপারে নাজিরপুর থানায় সাইবার ক্রাইম ১৫৩/২৯৫ (ক)/৩৪ সাইবার ২৮(২)৩১(২) ধারায় মামলা রুজু করে