বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন

চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ প্রজনন রক্ষা অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে ৬ জেলেকে আটক করেছে নৌ পুলিশ

কামরুল ইসলাম চাঁদপুর
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ প্রজনন রক্ষা অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে ৬ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। গত ২৪ ঘন্টায় মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর মৎস্য দপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান। আটক জেলেরা হলেন-মতলব উত্তর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোঃ মামুন(১৯), মো. মহিন(২০), জহিরাবাদের আরিফ হোসেন(২৬) ও রাসেল পাটোয়ারী(২৫) গাজীকান্দী গ্রামের স্বপন মিয়া(৪০) ও মো. শাহিন(৩৬)। মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, আটক জেলেদের মধ্যে দুই জেলের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপর ৪ জনের প্রত্যেককে ভ্রম্যমাণ আদালতে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় মা ইলিশের প্রজনন রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরণের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com