শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::

সম্প্রীতি সুরক্ষা ও কওমি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন বিষয়ক আলোচনা সভা

সুলতান মাহমুদ নড়াইল
  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

নড়াইলে সাম্প্রদায়িক সম্প্র্রীতি সুরক্ষা ও কওমি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সার, জাতীয় ওলামা মাশায়েক পরিষদ জেলা কমিটির সভাপতি মাওলানা মো: তাজুল ইসলাম, নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো: ওয়াকিউজ্জামান, হাফেজ মাওলানা জাকারিয়া। সভায় বিভিন্ন মাদ্রাসার মোহতামিম, শিক্ষক আলেম-ওলামারা উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, এ জেলার বিভিন্ন কওমী ও হেফজখানায় ২৪ হাজার শিক্ষার্থী আছে। এসব শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা অর্জন না করায় তাদেরকে পার্থিব জগতে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অনেক সময় কষ্ট পেতে হয়।কওমী ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com