শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম ::

আমরা দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি-চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিলা দল ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন আমরা এবং আমাদের পরিবার একটি নীতি ও আদর্শের রাজনীতি করি। দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। দেশের মানুষের উপকার করার জন্য রাজনীতি করি। এই দেশকে আমরা ভালবাসি এবং দেশের মানুষকে আমরা ভালবাসি। বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টায় গোয়ালচামট বিদ্যুৎ অফিসের সামনে অনুষ্ঠিত ফরিদপুর মহানগর বিএনপির ৭নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত সর্বস্তরের জনগণের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মহানগর বিএনপি ৭নং ওয়ার্ডের সভাপতি আতিকুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কবিরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ন- আহবায়ক আতাউর রশিদ বাচ্চু, জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এম কে আক্তার টুটুল, যুগ্ন আহবায়ক মোঃ ইমদাদুল হক এমদাদ প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চৌধুরী নায়াব ইউসুফ বলেন আমরা দেড় থেকে দুইশো বছর যাবত রাজনীতি করে আসতেছি। আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে ফরিদপুরে বিএনপি শুরু করেন। আমরা সব সময় মানুষের পাশে আছি এবং মানুষ আমাদের পাশে আছে। দেশের মানুষ আমাদের বিশ্বাস করে সম্মান করে, এ অর্জন আপনি টাকা দিয়ে পাবেন না। হাজার কোটি টাকার বিনিময়েও এই সম্মান, বিশ্বাস, ভালোবাসা কখনোই পাবেন না। আমি মনে করি আমার অনেক বড় ভাগ্য যে আপনাদের সামনে এভাবে দাঁড়িয়ে কথা বলতেছি। আজকে আমি এখানে এসেছি আপনাদের সাথে দেখা করতে কুশল বিনিময় করতে। ৫ই আগস্ট এর নতুন স্বাধীনতার পরে আপনারা কেমন আছেন, কি অসুবিধা, কি প্রয়োজন এগুলোর ব্যাপারে কথা বলার জন্যই আমি এসেছি। তিনি আরো বলেন এটি কোন নির্বাচনী প্রচারণা না। নির্বাচনের সময় আছে তখনও আসবো ইনশাআল্লাহ এবং আমি বিশ্বাস করি আমি আপনাদের কাছে ভোট চাইলে আপনারা আমাকে ফিরিয়ে দিবেন না। আমি আশা করি আপনারা আমার পাশে থাকেবেন, আমার হাতকে শক্তিশালী করেন। এ সময় সভা স্থলে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে মতবিনিময় সভাস্থলে জমায়েত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com