প্রবীণ সাংবাদিক, দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদের স্ত্রী বেগম জেবুেন নেছা (৭২) বুধবার দিবা গত রাত চার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তিনি স্বামী দুইপুত্র, দুই কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাযা গতকাল বৃহস্পতিবার দুপুর ১.৩০টায় মিরপুর কালসী সাংবাদিক কলোনিতে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.রেজাউল করিম, দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, বাংলাদেশ পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ড মোহাম্মদ নুরুল আমিন, দৈনিক সংগ্রামের ভারপ্রাপ্ত সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, দি নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ঢাকা সাংবাদিক গৃহ সংস্থান সমবায় সমিতির সভাপতি আবদুল আউয়াল ঠাকুর, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শরীফ বায়জিদ মাহমুদ, মাহবুব মুকুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমীরে জামায়াতের শোক: বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, লেখকও ও দৈনিক সংগ্রামের সম্পাদক জনাব আবুল আসাদের স্ত্রী বেগম জেবুন নেসার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শোকবাণী দিয়েছেন। শোকবাণীতে তিনি বলেন, সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের স্ত্রী বেগম জেবুন নেসা একজন পরহেযগার ও গুণী মহিলা ছিলেন। ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি বাংলাদেশে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখতেন এবং সে অনুযায়ী নিরলসভাবে কাজ করে গিয়েছেন। তিনি মহিলাদের মাঝে ইসলামের দাওয়াত ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা তাঁর এই বান্দীর ওপর রহম করুন, শান্তির ফায়সালা দান করুন, মাগফিরাত এনায়েত করুন এবং শহীদি দরজা ও জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর করুণা এবং রহমতের ফিরিশতা দিয়ে তাঁকে সাহায্য করুন। মরহুমার স্বামী, সন্তান, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরে জামিল আতা করুন। ঢাকা মহানগরী উত্তরের শোক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুমা জেবুন্নেসা ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতাপ্রাণ কর্মী এবং আবেদা-সালেহা নারী। তিনি নারী আন্দোলন অঙ্গনে দ্বীনের দাওয়াত এবং ইবাদাত-বন্দেগী নিয়েই সবসময় ব্যস্ত থাকতেন। তার মৃত্যুতে আমরা একজন মহীয়সী নারীকে হারালাম। মহানগরী নেতৃদ্বদয় মরহুমার রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদরে সবরে জামিল ধারনের তাওফিক কামনা করেন। ঢাকা সাংবাদিক গৃহ সংস্থান সমবায় সমিতির সভাপতি আবদুল আউয়াল ঠাকুর ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মজুমদার গভীর শোক প্রকাশ করেছেন। তার রুহের মাগফিরাত কামনা করেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এই দোয়া তারা করেন। আল্লাহ পরিবারের সদস্যদের শোক সইবার তওফিক দান করুন।রাত ৯টায় রাজশাহীর বাগমারায় নরসিংহপুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন হওয়ার কথা রয়েছে।