রোববার মধ্যরাত থেকে শেষ হচ্ছে ভোলার দৌলতখানের নদীতে ইলিশসহ সকল মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা। শেষ সময়ে যেন নদীতে যেতে দম ফেলার উপায় নেই জেলেদের। জেলেদের আশা, এবার তাদের জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ। অভিযান সফল হওয়ায় দৌলতখানের মেঘনার বিভিন্ন পয়েন্ট ঘুরে জেলেদের ধন্যবাদ জানিয়ে ইলিশ ধরার উপর বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছানাইন। আজ রোববার (৩ নভেম্বর) মধ্য রাত থেকে-মেঘনার বিভিন্ন পয়েন্টে নদীতে মাছ শিকার করতে নামবেন জেলেরা। অভিযান সফল হওয়ায় আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে বলে মনে করছেন মৎস্য বিভাগ। দৌলতখানের জেলে হারুন, রফিক মাঝি জানান, আমরা অভিযান মেনে নদীতে যায়নি। জাল আর নৌকা মেরামত করে সময় পাড় করছি। ইনশাআল্লাহ নদীতে মাছ পেলে ধারদেনা পরিশোধ করতে পারবো। ইলিশের প্রজনন নির্বিঘœ করতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এসময়ে ইলিশ বিক্রি, মজুত ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়েছে। আজ ৩ নভেম্বর থেকে ইলিশ শিকারে নামবে এখানকার জেলেরা। মাছ শিকারের প্রস্তুতিতে নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটছে দৌলতখানের জেলে পল্লীগুলোতে। জাল আর মাছ ধরার নৌকা মেরামত করে আগেই প্রস্তুতি সেরে নিচ্ছেন তারা। পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে নদীর পাড়ের মাছের আড়তগুলো। দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন বলেন, অভিযান সফল হওয়ায় আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে বলে জানান তিনি।