মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
আমাদের স্বপ্নের বাংলাদেশের সূচনার জন্য সকলকে এগিয়ে আসতে হবে: তারেক রহমান ইইউ’র প্রতিনিধিদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর শাখায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইসরাইলের ‘পূর্ণ স্বাধীনতা’ ছাড়া লেবাননে যুদ্ধবিরতি নয় : গ্যান্টজ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, কারখানায় অগ্নিসংযোগ স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টু ইন্তেকাল করেছে যশোরের সন্যাসগাছা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা মেজর (অব.) জলিলের মৃত্যু বার্ষিকী আজ চট করে নির্বাচন হলে আন্দোলনের লক্ষ্য অর্জন হবে না; টিআইবি

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, কারখানায় অগ্নিসংযোগ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরের পানিশাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় অ্যামাজন নিটওয়্যার নামের একটি কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত দুই দিনের মতো আজ সকাল থেকে গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বেক্সিমকোর শ্রমিকেরা। এ কারণে আশপাশের অন্তত ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে চলতি মাসের শুরু থেকে পানিশাইল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। গতকাল রোববার কারখানা খুলে দেয়া হয়। তবে দুপুরের পর ছুটি দিয়ে দেয়া হয়। গতকাল সোমবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানাটির শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো দেখতে পান। কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে চন্দ্রা-নবীনগর সড়কের জিরানী এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এসময় একই সড়কের পৃথক
স্থানে বেক্সিমকো কারখানার শ্রমিকেরাও অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে ডরিন ফ্যাশন ও বেক্সিমকো কারখানার শ্রমিকদের মধ্যে বাগ্বিত-া হয়। ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন।
শ্রমিকেরা পানিশাইল ও কলতাসুতি এলাকায় ঢুকে পড়ে। এরপর এলাকার লোকজনদের মারধর করার অভিযোগ ওঠে। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের ধাওয়া দেয়। ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় অ্যামাজন নিটওয়্যার নামের একটি কারখানায় আগুন ধরিয়ে দেয়া হয়। কাশিমপুর থানার এসআই মো. হানিফ বলেন, ‘অ্যামাজন নিটওয়্যার নামের একটি কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com