সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

ওরা বাংলাদেশকে ‘শেখের দেশ’ বানাতে চেয়েছিল : রিজভী

ইকবাল হোসেন:
  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ওরা (আওয়ামী লীগ) বাংলাদেশকে ‘শেখের দেশ’ বানাতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গতকাল শনিবার দুপুরে মহাখালী ওয়্যারলেস গেটে শহীদ নাফিজের পরিবারের সাথে স্বাক্ষাৎ করতে গিয়ে তিনি এ কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সাথে দেখা এবং আর্থিক অনুদান প্রদান করা হয়। রিজভী বলেন, নাফিজদের হত্যাকারীদের এক হাত থাকত জনগণের গলা চেপে ধরার জন্য আর এক হাত থাকত পা ধরার জন্য। ওরা দেশকে ‘শেখের দেশ বানাতে’ চেয়েছিল। এরা বেনজির-আজিজদের মতো অজস্র কসাই দিয়ে গত ১৫ বছর মুক্তিকামী জনগণদের হত্যা করেছে। তিনি বলেন, স্বৈরাচার হাসিনার অমানবিক নির্যাতন ও দেশ মাতৃকার শ্রেষ্ঠ সন্তান বেগম খালেদা জিয়াকে তার আদর্শ থেকে ন্যুনতম বিচ্যুতি ঘটাতে পারেনি। ব্যাংক নোটে ভাসানী-জিয়াউর রহমান-ওসমানী-তাজউদ্দিন আহমেদের ছবি নাই কেন?- প্রশ্ন রাখেন রিজভী।
তিনি বলেন, শিশু-কিশোর-তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন। একজন ব্যক্তি জোর করে ক্ষমতায় থাকতে নিরাপরাধ কাউকে ছাড় দেয়নি। আগামীর ভবিষ্যতেকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগ বার বার মানুষের গলা টিপে ধরেছে। এক পরিবারের রাজত্ব কায়েম করেছিল।
বিএনপির এই মুখপাত্র বলেন, নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে। গেল সময়ে পাঠ্যবই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছে। যেনতেনভাবে টিকে থাকতে সব রকম কাজ করেছে আওয়ামী লীগ সরকার। বেনজির-হারুনদের মতো লোক তৈরি করে, গুলি করে হত্যা করেছে। নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ-মুগ্ধ-আবু সাঈদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন। এসময় নাফিজের মা, তার সন্তান হত্যাকারীদের বিচার এবং নাফিজ যেখানে শহীদ হন সেখানে নাফিজ চত্ত্বর ঘোষণার দাবি জানান। এসময় আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিনসহ (মিথুন) বিএনপির নেতাকর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com