মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
অন্যের জন্য গর্ত খুড়লে নিজেই সেই গর্তে পরতে হয়, তার প্রমাণ শেখ হাসিনা-মানিকগঞ্জে রুহুল কবির রিজভী নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে ময়মনসিংহের গৌরীপুর রিপোটার্স ক্লাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী লালমোহনে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা কাপাসিয়া থানায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া তারাকান্দায় মানবাধিকার রক্ষা ও দুর্নীতি প্রতিরোধ নাগরিক কমিটি গঠন কালীগঞ্জে এক রাতের ৩ চুরি আতঙ্কে এলাকাবাসী নগরকান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত বোরহানউদ্দিনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত জিয়ানগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

অর্থমন্ত্রী হিসেবে বিলিয়নিয়ার বেসেন্টকে বেছে নিলেন ট্রাম্প

আন্তর্জোতিক ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ৬২ বছর বয়সী বিলিয়নিয়ার স্কট বেসেন্টকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কট বেসেন্ট যুক্তরাষ্ট্রের করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলিতে নেতৃত্ব দেবেন।
বেসেন্ট যুক্তরাষ্ট্রের স্কয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। তাছাড়া তিনি ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী। একসময় তিনি হাঙ্গেরিয়ান-মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের জর্জ সরোসের জন্য কাজ করেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন জুগিয়েছেন তিনি।
প্রচারের সময় ট্রাম্পের প্রশংসা করে স্কট বেসেন্ট ভোটারদের বলেছিলেন, নতুন একটি স্বর্ণযুগের সূচনা করতে যাচ্ছেন ট্রাম্প। তা হবে নিয়ন্ত্রণমুক্ত, কম দামের জ্বালানি ও নি¤œ করের।
দক্ষিণ ক্যারোলাইনার বাসিন্দা বেসেন্ট ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং বিলিয়নেয়ার জর্জ সোরোসের সামষ্টিক অর্থনৈতিক বিনিয়োগ সংস্থা সোরোস ফান্ড ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। তিনি ২০১৫ সালে তার নিজস্ব হেজ ফান্ড শুরু করেন। এজন্য তিনি সোরোস থেকে দুই বিলিয়ন মার্কিন ডলারসহ মূলধন সংগ্রহ করেন।
বেসেন্ট সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করেন। এর প্রতিদানের পাশাপাশি দেশের অর্থনীতি চাঙ্গা করার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অভিজ্ঞ ব্যবসায়ীর ওপর আস্থা রাখলেন ট্রাম্প। এদিকে, নতুন সরকার গঠনের ক্ষেত্রে নিজের অনুগতদের বেছে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থমন্ত্রীর মনোনয়ন ঘোষণার আগে তিনি দেশটির পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে এক নারীকে মনোনীত করেছেন। তিনি ট্রাম্পের শহর ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। আগে মনোনয়ন পাওয়া ম্যাট গেটজ নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলে নতুন ওই সিদ্ধান্ত নেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। বন্ডি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত শীর্ষ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ট্রাম্পের আগের মেয়াদে মাদক ও ওষুধের অপব্যবহার কমিশনে দায়িত্ব পালন করেন। সে সময় এ পদে তিনি সুনাম অর্জন করেন। সূত্র: আল জাজিরা, বিবিসি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com