নড়াইলের লোহাগড়ায় মাজেদা-মোয়াজ্জম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, স্মরণিকার মোড়ক উন্মোচন ও গুণী শিক্ষক সম্মাননা প্রদান করা হয়েছে। ট্রাস্টের আয়োজনে শনিবার দুপুরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ট্রাস্টের সভাপতি মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মুন্সি শাহাবুদ্দীন, সাবেক অতিরিক্ত সচিব আনম আজিজুল হক, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লীনা, যশোর দাউদ পাবলিক স্বুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহফুজা নাসরিন, রতœা গর্ভা মাজেদা হোসেন, সড়ক ও জলপথের নির্বাহী প্রকৌশলী এম আতিকুল্লাহ। অনুষ্ঠানে আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মো: আল ফয়সাল খান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, শিক্ষক আব্দুস সালামসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ, হাইস্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ট্রাস্টের নির্বাহী সচিব ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক মোঃ মহাসিন আলী। এ বছর মাজেদা-মোয়াজ্জম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মোট ৫৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮৫ হাজার টাকা প্রদান করা হয়।