সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লুস্কাই এরই মধ্যে সবার কাছে পরিচিত। এক্সের প্রতিদ্বন্দ্বী এই অ্যাপে দিন দিন ব্যবহারকারী বেড়েই চলেছে। প্ল্যাটফর্মটি ২০১৯ সালে চালু হয়েছে। তবে সম্প্রতি এটি আলোচনায় উঠে এসেছে। মাত্র কয়েক দিনেই যার নতুন ইউজ়ার মিলিয়ন ছাড়িয়েছে। সব মিলিয়ে ব্লু স্কাইয়ের ইউজার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দেড় কোটি। সম্প্রতি এক্স ছেড়ে সবাই অন্য একটি প্ল্যাটফর্মে ভিড় করছেন এমনই জানা গেছে। বিশেষ করে আমেরিকার নির্বাচনে ট্রাম্প জেতার পরই নাকি দলে দলে মানুষ ইলন মাস্কের এক্স ছেড়ে যাচ্ছেন। শুধু এক্স ছাড়ছেন তাই নয় এর প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ব্লুস্কাইতে যোগ দিচ্ছে।
তবে অনেকেই এই অ্যাপ সম্পর্কে এখনো খুব বেশি জানেন না। অন্যান্য প্ল্যাটফর্মের মতো সার্চ বার, নোটিফিকেশন, হোমপেজের মতো সব পরিচিত ফিচার দেখা যায় ব্লুস্কাইতে।ব্যবহারকারীরা এখানে পোস্ট করতে পারেন, কমেন্ট করতে পারেন, রিপোস্ট করতে এবং পছন্দের জিনিসগুলোতে লাইক দিতে পারেন।
চলুন অ্যাপটির কিছু গোপন ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক-
ই-মেইল ভেরিফিকেশনের পরে লগ-ইন করে প্রথম ইন্টারফেস এক্সের মতোই দেখতে মনে হবে। ফিড স্ক্রল করে লাইক, কমেন্ট, রি-পোস্টের মতো কাজকর্ম একই রকম। বটম লাইনে চারটি ট্যাব, যার হোম ট্যাবে আপনি এরই মধ্যে রয়েছেন। পাশের ট্যাবগুলোতে অন্য ইউজারদের খোঁজা, ডিএম-চেকিং, নিজের প্রোফাইল দেখার মতো কাজগুলো করতে পারবেন।
এই অ্যাপে আপনি চাইলে কোনো নির্দিষ্ট শব্দ বাদ দিতে পারেন আপনার ফিডে আসা সব পোস্ট থেকে। সেটিংসে গিয়ে মডারেশনে ক্লিক করলে পাবেন মিউটেড ওয়ার্ড অ্যান্ড ট্যাগের অপশন। সেখানে যোগ করে দিন আপনার অপছন্দের শব্দ বা ব্যক্তির নাম। কত সময়ের জন্য দেখতে চান না, তাও সেট করতে পারেন। তারপর থেকে ওই শব্দ লেখা পোস্ট হিডেন থাকবে আপনার ফিডে। তবে সেই পোস্ট করা প্রোফাইলের অন্য পোস্ট দেখা যাবে।
মাইক্রোব্লগিং-এর ৩০০ শব্দের বাঁধাধরা জায়গায় আপনার পোস্টের বক্তব্য শেষ না হতেই পারে। তার জন্য রয়েছে উপায়। পোস্ট টাইপ করার সময়েই পাবেন ‘+’ বাটন। অসমাপ্ত লেখা এই প্লাসে ক্লিক করে লিখতে থাকুন, লেখা শেষ হলে ক্লিক করুন ‘পোস্ট অল’। আপনার সবক’টা লেখাই পোস্ট হবে একই থ্রেডের মধ্যে।
এবার আপনার পোস্টে রিপ্লাই করতে পারে আপনাকে ফলো না করা মানুষও, একই ভাবে কোনো ব্যক্তিগত পোস্টে আপনি চাইলে কেউ রিপ্লাই করতে পারবে না। শুধু পোস্ট করার সময়ে যেতে হবে ‘রিপ্লাই কন্ট্রোল’ অপশনে। এ বার পোস্টের গুরুত্ব বুঝে এভরিওয়ান, ফলোয়ার্স, নো-ওয়ান-এর মধ্যে কোনো একটায় পোস্ট করে দিলেই কাজ শেষ।
সোশ্যাল মিডিয়ায় অন্যের পোস্ট থেকে উদ্ধৃত করে বিভিন্ন রকম পোস্ট হতে দেখা যায়। যার মধ্যে ট্রোল করা, অন্যের পোস্ট কপি-পেস্ট বা অন্যকে সোশ্যাল প্ল্যাটফর্মে হেনস্থা করার মতো অভিযোগও প্রায়ই শোনা যায়। এই সব থেকে বাঁচতে পোস্টের সেটিংসে ‘কোট পোস্ট এনেবেল’ অপশন। যা অফ রাখলে আপনার পোস্ট কেউ ট্রল করতে পারবে না।
আপনার পোস্ট কোন ধরনের তা আপনি নিজেই লেবেল করে দিতে পারবেন। পোস্ট করার সময়েই পাওয়া যাবে লেবেল অপশন। এতে যারা যে ধরনের পোস্ট দেখতে চান, তেমনই দেখা যাবে ফিডে। কোনো আপত্তিকর ভিডিও বা পোস্টে সেই লেবেল দিলে তা নিজেই বাদ হয়ে যাবে, ওই লেবেলের পোস্ট যারা দেখেন না, তাদের ফিড থেকে। সূত্র: বাফার