রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::

আগামী নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে

সাইফুর রহমান:
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান 
৩০ থেকে ৩৫ বছরের নির্বাচনের অভিজ্ঞতার আলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দিন যত যাচ্ছে তত পরিষ্কার হতে যাচ্ছে। আগামী নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে। হতে পারে আমাদের প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে যাচ্ছে তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোন নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। কারণ ২০ বছর আগে যখন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারতো সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে। মানুষ এখন অনেক সচেতন। গতকাল সোমবার (২ ডিসেম্বর) রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক ময়মনসিংহ বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি বলেন, ৩১ দফা যদি সফল করতে হয়, তাহলে জনগণের সমর্থনকে আমাদের পাশে রাখতে হবে। সকল ক্ষমতার উৎস জনগণ।৩১ দফা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনার বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে যেভাবে টিকে রয়েছেন তাতে অনেক সহজ হবে এই দাবিগুলো জনগণের কাছে পৌঁছতে দিলে। আমাদের লক্ষ্য একটাই জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখা। গতকাল সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য নজরুল ইসলাম খান। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক ময়মনসিংহ বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা ব‍্যাপক উৎসাহ উদ্দীপনার মধ‍্য দিয়ে শুরু হয়েছে। এতে ময়মনসিংহ বিভাগের বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৬০ ডেলিগেট অংশগ্রহণ করেন।
এতে আলোচক হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের উপদেষ্টা ঈসমাইল জবি উল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মাহাদী আমিন, বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সাবেক এমপি রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবীবা। কর্মশালাটি যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন ও নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ‍্যে দল ওই এই কর্মশালায় আরও উপস্থিত রয়েছেন- মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক এমপি মনিরা সুলতানা মনি, মাহমুদুল হাসান রুবেল, ডা. মাহাবুবুর রহমান লিটন, লাইলী বেগম, ড. শামছুজ্জামান মেহেদী, আরিফা জেসমিন, কামরুজ্জামান লিটন,এডভোকেট নূরুল হক,লিটন আকন্দ, শরাফ উদ্দিন কৌহিনূর, আব্দুর রব আকন্দ রতন, কাজী রানা, অধ্যাপক আমজাদ আলী, বরকতউল্লাহ বুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com