বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ধনবাড়ীতে রসের হাড়ির খেজুর গাছ আজ বিলুপ্তির পথে মঠবাড়িয়ায় প্রভাবশালীদের দখলের খাল, পানি প্রবাহে বাধা : ক্ষতির সম্মূখীন কৃষক ভারতে হাইকমিশনে হামলার প্রতিবাদে তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল পীরগাছায় উপজেলায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা মোংলায় কারিতাসর’ আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত নাজিরপুরে জাতীয়তাবাদী শ্রমিকদলের আহ্বায়ক কমিটি দুই সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন-বিক্ষোভ প্রতিবন্ধীদের সুরক্ষায় জেলা প্রশাসক জামালপুরের অঙ্গীকার উলিপুরে তিস্তার চরাঞ্চলে আলু চাষের উৎসব শেখ হাসিনার বিচার করা হবে-নাজিরহাটে সীরাত মাহফিলে শাহজাহান চৌধুরী

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে নিজেদের স্বার্থ অনুযায়ী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
গতকাল সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তোহিদ হোসেন বলেছেন, ‘‘আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এগিয়ে যাবে নিজেদের স্বার্থ অনুযায়ী।’’ গতকাল সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৪টার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে ‘উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, পরস্পরের স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘‘আমাদের অবস্থান থেকে ভারতের সাথে সুন্দর সম্পর্ক চাই। অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ। পরস্পরের স্বার্থটা সামনে রেখে চলা এখন মূল বিবেচ্য বিষয়।’’
পররাষ্ট উপদেষ্টা বলেন, ‘‘দেশের সমসাময়িক বিষয়ে কূটনীতিকদের জানার বিষয় ছিল। আমি এটা বলার চেষ্টা করিনি যে, কোথাও কোনো সমস্যা নেই। সমস্যা যা চিহ্নিত করা যাচ্ছে, আমরা সমাধানের ট্রাই করছি।’’
প্রেস ব্রিফিংয়ে মো. তৌহিদ হোসেন বলেন, ‘‘অনেক বেশি গ-গোল হওয়ার সম্ভাবনা ছিল। সবার সহযোগিতায় তা আমরা মোকাবিলা করতে পেরেছি। প্রতিবছর দু’-একটি ঘটনা দেশে থাকে। যারা করে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।’’
তিনি বলেন, ‘‘ধর্মীয় পরিচয়ের কারণে এ দেশে কেউ কোনো আক্রমণের শিকার হবে না, সেটি নিশ্চিত করেছে সরকার, আর তা করা হবেও। ব্রিফিংয়ে কূটনীতিকদের তা জানানো হয়েছে।’’
গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তোহিদ হোসেন
মো. তৌহিদ হোসেন বলেন, ‘‘আমরা যে বার্তা দিতে চাই—এ সরকার কোনো সাম্প্রদায়িক কার্যক্রম বরদাস্ত করবে না। এই মেসেজটি সবাইকে দিতে চাই। এ ব্যাপারে আইন তার গতিতে চলবে।’’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘কোনো মানুষ নিজের ধর্মের কারণে ছোট হবে না, সরকার এ বিষয়ে তার অবস্থান পরিষ্কার রেখেছে, তা জানানো হয়েছে। কিছু ঘটনা ঘটেছে, তা অস্বীকার করা হচ্ছে না। তবে যারা করছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।’’
তিনি বলেন, ‘‘মমতা ব্যানার্জি বাংলাদেশ ইস্যুতে যে বক্তব্য দিয়েছেন, তার অবস্থান থেকে এ ধরনের বক্তব্য দেওয়া উচিত না।’’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘বাংলাদেশি হিন্দুদের নিয়ে ভুল ধারণা তৈরি করছে ভারতীয় গণমাধ্যমের একাংশ। সেটি পরিষ্কার করতে বিদেশি কূটনীতিকদের প্রকৃত পরিস্থিতি জানানো হলো আজ।’’
উপদেষ্টা বলেন, ‘‘সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে ব্রিটেনের সর্বদলীয় সংসদীয় গ্রুপ যে প্রতিবেদন দিয়েছে, সেটি একপেশে। এ নিয়ে লন্ডনের সাথে কথা বলবে ঢাকা।’’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com