কুমিল্লার দাউদকান্দিতে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে। দাউদকান্দি উপজেলা প্রশাসনের হল রুমে আজ সকাল ১০ ঘটিকায় সভাটি অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হাইকোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। প্রস্তুতি সভায় বিজয় দিবসকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, দাউদকান্দি মডেল থানার অফিসার্স ইনচার্জ জুনায়েদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, সদস্য সচিব কাউসার আলম সরকার, যুগ্ম আহ্বায়ক সুমন খন্দকার, সালাউদ্দিন, উপজেলা যুবদল আহ্বায়ক শাহআলম, সদস্য সচিব রোমান খন্দকার, পৌর জাসাস আহ্বায়ক মোল্লা সোহেল, বৈষম্য বিরোধী ছাত্র নেতা সাইফুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মনিরুজ্জামান বাহলুল, উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মাওলানা মোশাররফ হোসেন, রেজাউল হক, এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।