কিশোরগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর সমন্বয়ে সারাদেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বির্নিমানে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের স্থানীয় একটি পার্কে এ যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জিলানী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুল্লাহ হীরা, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতাকর্মী ও কিশোরগঞ্জ জেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ। কর্মী সভার বক্তারা বলেন, দলকে ক্ষমতায় আনতে হলে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। দুঃসময়ে যারা দলের পাশে ছিল, তাদেরকে আগে মূল্যায়ন করতে হবে।