বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের পরিচালক মো. আজিজুল হক আর নেই।( ইন্না লিল্লাহি…রাজিউন)। গত রাতে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৪৭ বছর। বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হকের জ্যেষ্ঠ সন্তান তিনি। মৃত্যুকালে আজিজুল হক বাবা-মা, স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, ভাই-বোন ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।